শেষ আপডেট: 22 December 2023 08:16
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের শুরুতেই শাহরুখ খান 'পাঠান' দিয়ে যে ঝড় তুলেছিল, সেই ঝড় কয়েকগুণ বেড়েছিল 'জওয়ান' ছবিতে। গোটা দেশ ভুগেছিল 'জওয়ান' জ্বরে। ছবি মুক্তির পর প্রায় সব শো হাউজফুল ছিল। সেই উন্মাদনা কতটা ধরে রাখতে পারল শাহরুখের এ বছরের তৃতীয় ছবি 'ডানকি'?
'পাঠান', 'জওয়ান'-এ শাহরুখকে যে অবতারে দেখা গিয়েছিল, 'ডানকি'তে তা নয়। এখানে দর্শকরা সেই 'পুরনো' শাহরুখকে খুঁজে পেয়েছেন। শুধু শাহরুখ নয়, এই ছবির অন্যতম প্লাস পয়েন্ট ছিল রাজকুমার হিরানি। 'মুন্নাভাই' দিয়ে যাত্রা শুরু করা রাজকুমার হিরানির প্রতিটি ছবিই হিট। থ্রি ইডিয়েটস, পিকে, সঞ্জু তো আলাদা মাইলস্টোন তৈরি করে দিয়েছে। 'ডানকি' মুক্তির আগে থেকেই চর্চা শুরু হয়েছিল, এই ছবি কি ছুঁতে পারবে সেই মাইলস্টোন?
'ডানকি' নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ কেউ বলছেন, আশাহত হয়েছেন, কারও কাছে, 'এই ছবি মাস্টারপিস'। শাহরুখ ভক্তরা বৃহস্পতিবার সকাল থেকেই সিনেমাহলে ভিড় করেছিলেন। তবে অগ্রিম টিকিট বুকিং দেখে একটা বিষয় স্পষ্ট ছিল যে, পাঠান ও জওয়ানের মতো 'বড়' মুক্তি পাচ্ছে না 'ডানকি'!
বৃহস্পতিবার, ছুটির দিন নয়। অন্যদিকে, এই ছবি শুধুমাত্র হিন্দি ভাষাতেই মুক্তি পেয়েছে। তাই বক্সঅফিসে প্রথমদিনে আগের তুলনায় কম আয় হবে, তা মেনেই নিয়েছিলেন সিনে বাণিজ্য বিশ্লেষকরা।
হিসেব বলছে, গোটা দেশে প্রথম দিন ডাঙ্কি ব্যবসা করেছে ৩৫ কোটির মতো। যেখানে শুরুর দিনই ‘পাঠান’ আয় করেছিল ৫৭ কোটি এবং ‘জওয়ান’ সেই রেকর্ড ভেঙে ঘরে তুলেছিল ৭৫ কোটি টাকা। তবে সামনেই বড়দিন ও নববর্ষের সপ্তাহ। এই সপ্তাহে 'ডানকি' আয় বাড়বে আরও বলেই আশাবাদী সিনে বাণিজ্য বিশ্লেষকরা। তবে সেই আয় শাহরুখের চলতি বছরের আরও দুই ছবির রেকর্ড ভাঙতে পারবে না বলেই মত তাঁদের।
'ডানকি' লম্বা রেশের ঘোড়া, এ কথা মানছেন অনেকেই। বক্সঅফিসে তুমুল ঝড় না তুললে, অনেকদিন ধরেই দেশে বইবে 'ডানকি' হাওয়া। সেই হাওয়ায় এই ছবির আয় খুব একটা মন্দ হবে না!