শেষ আপডেট: 9th April 2024 19:55
শুভদীপ বন্দ্যোপাধ্যায়
২০০৯ সাল, সন্ধে ৭টা বাজলেই সব বাড়ি থেকে ভেসে আসত 'বৌ কথা কও' গানের সুর। তখন সদ্য লঞ্চ করেছে স্টার টিভির ঝকঝকে বাংলা চ্যানেল স্টার জলসা। প্রকৃত অর্থেই জলসা। বাংলা বিনোদন দুনিয়ার সংজ্ঞা পাল্টে দিয়েছিল যে বাংলা চ্যানেল। এখনকার স্টার জলসার থেকে শুরুর স্টার জলসার অনুষ্ঠানের মান অনেক ভাল ছিল। কারণ তখন চ্যানেলটির প্রতিষ্ঠা পাওয়ার তাগিদ ছিল। শুরুতেই এল রবি ওঝা প্রোডাকশনসের 'বৌ কথা কও সিরিয়াল। এটা ছিল ব্লকবাস্টার হিট মেগা। ২০১২ সালে শেষ হয় এই সিরিয়াল। আবার এই ২০২৪ এ আজ ৯ই এপ্রিল থেকে স্টার জলসায় সোম থেকে রবি ঠিক দুপুর ১২টায় পুনঃসম্প্রচার করা হবে 'বৌ কথা কও'। মাঝে লক ডাউনের সময় ২০২০ সালে কিছুদিন দেখানো হয়েছিল সিরিয়ালটি।
অজগ্রামের মেয়ে মৌরির সঙ্গে বিলেত ফেরত নিখিলের হঠাৎই বিয়ে হয়ে যায়। নিখিলের দাদু এই গ্রামের সর্বেসর্বা। দাদুর মত থাকলেও শহুরে নিখিলের মা বাবা কেউই মেনে নেয় না এই বিয়ে। শহরে এসে অতি আধুনিক শ্বশুরবাড়িতে মৌরি র রোজের লড়াই আর নিখিলের ভালবাসা পাওয়ার জন্য আকুল চেষ্টা - এই নিয়েই বৌ কথা কও এর গল্প আবর্তিত হয়।
২০০৯ সালে উপালি চট্টোপাধ্যায়ের কন্ঠে সুপারহিট 'বৌ কথা কও' সিরিয়ালের টাইটেল সঙ। সন্ধে সাতটা আর 'বৌ কথা কও'-এর গান যেন ঘড়ির অ্যালার্ম হয়ে গেল প্রতিটি বাড়ির।
এক ঝাঁক নতুন মুখ লিড চরিত্রে রেখে শুরু হয়েছিল 'বৌ কথা কও'। নায়ক নিখিলের ভূমিকায় একদম নতুন মুখ ঋজু বিশ্বাস ও নায়িকা মৌরীর ভূমিকায় মানালি দে। ঋজু ছিলেন প্রবাসী বাঙালি ছেলে। অন্যদিকে মানালি শিশুশিল্পী রূপে কিছু অভিনয় করলেও নায়িকা রূপে প্রথম কাজ 'বৌ কথা কও'। নতুন মুখের মধ্যে উল্লেখযোগ্য মৌরির ননদ নলিনীর চরিত্রে অনিন্দিতা বোস, নিখিলের প্রেমিকা নীরার চরিত্রে ঋদ্ধিমা এবং নিখিলের বান্ধবী রঞ্জনার চরিত্রে দিশা গঙ্গোপাধ্যায়। দুঃখের কথা, ২০১৫ সালে মৃত্যু হয় এই অভিনেত্রীর। বেহালা পর্ণশ্রীর বনমালী নস্কর রোডের একটি আবাসনের ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করা হয় তাঁর দেহ। প্রেমের পথে দিশেহারা হয়ে আত্মহত্যার পথ বেছে নেন দিশা।
'বউ কথা কউ ’-এর রঞ্জনা অর্থাৎ দিশাকে ভুলতে পারেননি বাংলা ছোটপর্দার দর্শক। নলিনীর চরিত্রে দিল্লীর মেয়ে অনিন্দিতা ধরে ধরে বাংলা শিখিছিলেন এই চরিত্রর জন্য। তারপর "গানের ওপারে ' সহ অনেক কাজ করে জনপ্রিয় মুখ আজ অনিন্দিতা। গৌরব চক্রবর্তী ঘরণী ঋদ্ধিমাও এযুগে জনপ্রিয়। বিশেষত তাঁর সত্যবতী চরিত্রটি। নিখিলের বোন গুঞ্জার চরিত্রে কোমলনিষাদ দাগ কাটলেও পরে আর সেভাবে কাজ করেননি। নিখিলের বাবার চরিত্রে কুণাল মিত্র প্রথম কদিন অভিনয় করেই হৃদরোগে প্রয়াত হয়েছিলেন। ১৫ বছর আগের অভিনেতাদের ফিরে দেখা যাবে আবার।
এছাড়াও মৌমিতা গুপ্ত, অনসূয়া মজুমদার, সম্রাট মুখোপাধ্যায়, সুভদ্রা মুখোপাধ্যায় ,মিলন রায়চৌধুরীর মতো অভিনেতারা কাজ করেছিলেন এই সিরিয়ালে। সম্রাট মুখোপাধ্যায়ের সাগর সেন চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। সাগর সেনের মেয়ের চরিত্রে ঋত্বিকা সেনের এই সিরিয়ালে হাতেখড়ি।
সেসময় মৌরি মানালি দে ও নিখিল ঋজু বিশ্বাস রীতিমতো বাংলার স্টার হয়ে গেছিলেন। ঘরে ঘরে তাঁদের ফ্যান ফলোয়ার। এমনও ঘটেছে টলিউডের নামী নায়িকা ও মানালি দে-ঋজু বিশ্বাস পাশাপাশি ক্লাবে ঠাকুর উদ্বোধনে গেছেন, মানালি ঋজুকে দেখতেই জনতার ভিড় উপচে পড়েছে। টেলিভিশন স্টারদের দাপট এতটাই। তবে তা সাময়িক। কারণ সিরিয়াল শেষ হলেই এঁদের স্টারডম কমে আসে। যার ফল ভুগছেন ঋজু বিশ্বাস।
পনেরো বছর পর যদি 'বৌ কথা কও' কাস্টদের অবস্থান ফিরে দেখি তাহলে মানালি কিন্তু নায়িকার আসনেই রয়েছেন দীর্ঘস্থায়ী ভাবে। সখী, ধুলোকণা,কার কাছে কই মনের কথা সিরিয়াল সহ বহু বাংলা ছবিতে কাজ করেছেন মানালি।'অচিন পাখি', 'প্রাক্তন','গোত্র' হিট ছবি। কিন্তু ঋজু বিশ্বাস একই ভাবে স্টারডম ধরে রাখতে পারেননি।
'বৌ কথা কও' শেষ হওয়ার এক বছর পর যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর 'তোমায় আমায় মিলে' র নায়ক নিশীথের ভূমিকায় ঋজু দুর্দান্ত অভিনয় করেছিলেন। নিখিল ছিল সফিস্টিকেটেড আধুনিক উচ্চশিক্ষিত চরিত্র, সেখানে নিশীথ একেবারেই মায়ের বাধ্য অল্প শিক্ষিত মিষ্টির ময়রার চরিত্র। দুটি ভিন্ন ধারার চরিত্রেই অনবদ্য কাজ করেছিলেন ঋজু। কিন্তু হঠাৎই এই সিরিয়াল থেকে বেরিয়ে যান। নিশীথের চরিত্রে ঋজু বিশ্বাসের পরিবর্তে আসেন গৌরব রায়চৌধুরী। এই বেরিয়ে যাওয়াই ঋজুর কাল হল। নাকি তাঁকে বের করে দেওয়া হয়েছিল?এই নিয়ে রহস্য আছেই।
কিন্তু এরপর আর কখনও লিড চরিত্রে হিটের মুখ দেখেননি ঋজু। বহুদিন কাজ না পাওয়ার পর ইদানিং পার্শ্ব চরিত্রেই মুখ দেখান বৌ কথা কও-এর নিখিল। শোনা যায় ব্যক্তিগত জীবনেও ঋজু অনিয়ন্ত্রিত। মৌরির পরিচয়ের বাইরেও মানালি নিজের পরিচয় তৈরি করতে পেরেছেন। এখন মানালি 'কার কাছে কই মনের কথা'র শিমুল।
ব্যক্তিগত জীবনে দু বার বিয়ে করেছেন মানালি। প্রথমে গায়ক সপ্তক ভট্টাচার্য ও বর্তমানে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়কে। মানালি অভিনীত 'নিমকি ফুলকি' ছায়াছবিটি অভিমন্যুর ডিরেকশন। পনেরো বছর পর আজ থেকে শুরু 'বৌ কথা কও'।চোখ রাখুন স্টার জলসায়।