'বর্ডার ২'-এর শ্যুটিংয়ের তৃতীয় পর্বের কাজ শুরু হল পুনেতে। সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টি ও বরুণ ধাওয়ানকে নিয়ে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে শ্যুটিং শুরু করেছে নির্মাতারা।
'বর্ডার ২'
শেষ আপডেট: 17 June 2025 16:06
দ্য ওয়াল ব্যুরো: 'বর্ডার ২'-এর শ্যুটিংয়ের তৃতীয় পর্বের কাজ শুরু হল পুনেতে। সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টি ও বরুণ ধাওয়ানকে নিয়ে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে শ্যুটিং শুরু করেছে নির্মাতারা। মঙ্গলবার প্রকাশ্যে এল ছবির প্রথম গ্রুপ ফটো, যেখানে ছবির মুখ্য অভিনেতারা ও টিম একসঙ্গে ধরা দিয়েছেন।
নিজের ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে সানি দেওল লেখেন, "যখন সব 'ফোর্সেস' একসঙ্গে আসে! #BORDER2"। ছবিতে সানি, দিলজিৎ, বরুণ ও আহানকে সামনের সারিতে বসে থাকতে দেখা গিয়েছে। তাঁদের পেছনে দাঁড়িয়ে ছবির নির্মাতারা। বরুণ ধাওয়ানকে এই ছবিতে গোঁফসহ নতুন লুকে দেখা গেছে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
সানি দেওলের সঙ্গে এই ধাপে দিলজিৎ ও আহান প্রথমবার ছবির টিমে যোগ দিলেন। আহানের বোন আথিয়া শেট্টিও ভাইয়ের ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, "এটির জন্য আর অপেক্ষা করতে পারছি না!" সোশ্যাল মিডিয়াতেও মিলছে মিশ্র প্রতিক্রিয়া—অনেকে যেমন দিলজিৎকে দেখে উচ্ছ্বসিত, তেমনই বরুণের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এক ব্যবহারকারী লিখেছেন, "বরুণের বদলে ভিকি কৌশল বা সিদ্ধার্থ মালহোত্রা হলে ভালো হত", অন্যজনের প্রশ্ন, "এই ছবিতে বরুণ ধাওয়ান করছেনটা কী?"
তবে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। এক ভক্ত মন্তব্য করেছেন, "অপেক্ষা করছি, কবে মুক্তি পাবে!" আরেকজন দিলজিৎকে দেখে লেখেন, "তাঁকে পর্দায় দেখতে সবসময়ই ভাললাগে।"
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত জেপি দত্ত পরিচালিত কালজয়ী যুদ্ধচিত্র 'বর্ডার'-এর সরাসরি সিকুয়েল এই 'বর্ডার ২'। এবার ছবিটি পরিচালনা করছেন অনুরাগ সিং, যিনি এর আগে অক্ষয় কুমার অভিনীত 'কেশরী' পরিচালনা করেছিলেন। প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত। মুক্তির দিন ইতিমধ্যেই চূড়ান্ত—২০২৬ সালের ২৩ জানুয়ারি।
মূল 'বর্ডার' ছিল ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। সেই ছবিতে বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ভৈরোঁ সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল শেট্টি। এবার সেই উত্তরাধিকার বহন করছেন তাঁর ছেলে আহান শেট্টি।