শেষ আপডেট: 22nd September 2024 15:08
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারিতে মুম্বই মাতাতে আসছে ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লে। যা নিয়ে তুঙ্গে উন্মাদনা। বুক মাই শো'র তরফে ওই কনসার্টের টিকিট বিক্রি করা হচ্ছে। বিক্রি শুরু হয়েছে রবিবার। তবে, সেল শুরুর কয়েক সেকেন্ড আগেই ক্র্যাশ করে গেল বুক মাই শো'র ওয়েবসাইট।
৮ বছর পর ভারতে কনসার্ট করতে চলেছে কোল্ড প্লে। ৮টা বছর অপেক্ষায় ছিল দেশবাসী। প্রিয় মিউজিক ব্যান্ডের কনসার্ট হবে এই ঘোষণা শোনার পর থেকে কার্যত প্রহর গুনছিলেন সকলে। কিছুদিন আগে জানা যায়, ২২ সেপ্টেম্বর টিকিট বিক্রি শুরু হবে। সেই মতোই রবিবার সকাল থেকে হাতে ফোন নিয়ে অপেক্ষা করছিলেন ভক্তরা।
একসঙ্গে প্রচুর লোক বুক মাই শো'র ওয়েবসাইটে চেক ইন করায় ক্র্যাশ করে যায় সেটি। কিছুক্ষণ পর অবশ্য ঠিক করা হয়।
কেন এত উন্মাদনা? এক ভক্তের কথায় প্রথমত এই কনসার্টের জন্য ৮ বছর অপেক্ষা করতে হয়েছে। তারউপর 'মিউজিক অফ দ্য স্ফেয়ার্স', 'উই প্রে', 'ইয়ালো', 'ফিক্স ইউ', 'ভিভা লা ভিদা'-র মতো গান শোনা যেতে পারে। তাই উত্তেজনা রয়েছে।
আরেক কোল্ড প্লে ভক্তের কথায়, কনসার্টের টিকিটের দাম দেখতে হবে। মাত্র ২ হাজার ৫০০ টাকা থেকে শুরু হচ্ছে টিকিট। তাই মানুষ সাধ্যের মধ্যে পছন্দের শিল্পীর গান সামনে থেকে যে শুনবে তা বলার অপেক্ষা রাখে না।