শেষ আপডেট: 4th October 2023 20:27
দ্য ওয়াল ব্যুরো: আট-নয়ের দশকে বলিউডের অন্যতম সেরা এবং জনপ্রিয় নায়িকা ছিলেন শ্রীদেবী। সেইসময় একাধিক নায়কের সঙ্গেই অভিনেত্রীর প্রেমের গুজব ছড়িয়েছিল। তবে কারওই সঙ্গে সম্পর্ক টেকেনি তাঁর। শেষে বিয়ে করেন প্রযোজক বনি কাপুরকে, তাও আবার কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই। তবে সেসময় গুজব রটেছিল বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন শ্রীদেবী। আর সে কারণেই তাড়াহুড়ো করে বিয়ে করেছিলেন দু’জনে। অবশেষে এতবছর পর তাঁদের মেয়ে জাহ্নবী কাপুরের জন্ম নিয়ে মুখ খুললেন বনি।
বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা হয়েছিলেন শ্রীদেবী? এই নিয়েও বলিউডে দীর্ঘ কয়েক বছর ধরেই জল্পনা চলে আসছে। অবশেষে বনি কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘১৯৯৬ সালে শ্রীদেবীর সঙ্গে আমার শিরডির মন্দিরে বিয়ে হয়েছিল। তখনও আমাদের বিয়ের কথা কেউ জানে না। এরপরের বছর জানুয়ারিতে শ্রীদেবীর প্রেগন্যান্সি সামনে আসে। তখন সামাজিক বিয়ে ছাড়া উপায় ছিল না। জানুয়ারিতে আমরা সামাজিকভাবে বিয়ে করি। এরপর মার্চে জাহ্নবীর জন্ম হয়। অনেকেই বলেন জাহ্নবীর জন্ম আমাদের বিয়ের আগে। তবে এই তথ্য একেবারেই ঠিক নয়।’
উল্লেখ্য, বর্তমানে শ্রীদেবী-কন্যা জাহ্নবী বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন। ২০১৮ সালে মায়ের মৃত্যুর কয়েক মাস পরেই তাঁর প্রথম ছবি ‘ধড়ক’ মুক্তি পায়। এরপর একে একে তিনি কাজ করে ফেলেছেন রাজকুমার রাও, বরুণ ধাওয়ানের মতো অভিনেতাদের সঙ্গে। কার্গিল গার্ল গুঞ্জন সাক্সেনার বায়োপিকে তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। তবে মেয়ের এই সাফল্য দেখে যেতে পারেননি মা শ্রীদেবী। সেই নিয়ে বেশ কয়েকবার সংবাদমাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন জাহ্নবী।