শেষ আপডেট: 5th March 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে প্রেম, বিয়ে, বিচ্ছেদ—এসব যেন সিনেমার গল্পের মতোই। কিন্তু রূপোলি পর্দার জাঁকজমকপূর্ণ জীবনের আড়ালে তারকাদের ব্যক্তিগত সম্পর্কের উত্থান-পতন সবসময় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিলেও অনেক সম্পর্কের পরিণতি হয় বিচ্ছেদে, আর সেই বিচ্ছেদের খবর মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
বলিউড তারকাদের সম্পত্তির পরিমাণ চোখ ধাঁধানো। প্রথম সারির নায়ক-নায়িকাদের অঢেল সম্পদের পাশাপাশি তাঁদের ডিভোর্সের খোরপোষের অঙ্কও মাঝে মাঝে চমকে দেয়। এমনই এক বিতর্কিত ও ব্যয়বহুল বিচ্ছেদ হয়েছিল বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের মধ্যে। ছোটবেলার বন্ধুত্ব থেকে প্রেম, তারপর ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন হৃতিক ও সুজান। তাঁদের দুই পুত্র, হৃদান এবং রেহান। তবে ১৪ বছরের সংসার পেরিয়ে ২০১৪ সালে তাঁরা নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নেন।
তাঁদের বিচ্ছেদের সঠিক কারণ কখনও প্রকাশ্যে না এলেও, হৃতিকের বাবা রাকেশ রোশন এক সাক্ষাৎকারে ইঙ্গিত দেন যে ভুল বোঝাবুঝিই ছিল এই বিচ্ছেদের মূল কারণ। হৃত্বিক রোশন, যিনি প্রায় ৩১০০ কোটি টাকার মালিক, তাঁর সঙ্গে বিচ্ছেদের পর খোরপোষ হিসেবে সুজান প্রথমে ৪০০ কোটি টাকা দাবি করেন। তবে শেষমেশ ৩৮০ কোটি টাকায় মীমাংসা হয়, যা বলিউডের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ডিভোর্স।
তবে ব্যক্তিগত জীবনে ভাঙন এলেও, হৃতিক ও সুজান তাঁদের সন্তানদের স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। দু’জনেই এগিয়ে গিয়েছেন নিজেদের নতুন জীবনের দিকে। হৃতিক অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন, আর সুজান ডেট করছেন আর্সলান গোনিকে। তবে তাঁরা দুজনেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না।