শেষ আপডেট: 4th January 2025 13:39
দ্য ওয়াল ব্যুরো: প্রত্যেক সন্তানের জীবন গড়ে ওঠার পিছনে মায়ের ভূমিকা অমূল্য। হেমা মালিনীর জীবনেও তাঁর মা জয়া চক্রবর্তীর অবদান অপরিসীম। জীবনের প্রতিটি বাধা অতিক্রম করে পর্দার ড্রিম গার্ল হয়ে ওঠার নেপথ্যে ছিলেন তাঁর মা। মায়ের মৃত্যুর ২০ বছর পরও স্মৃতির আবেগে ভাসলেন হেমা। সম্প্রতি ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ভালোবাসায় ভরা বার্তা দিলেন তিনি।
পোস্টে হেমা লেখেন, 'বছরের এই দিনটি আমার কাছে ভীষণ স্পেশাল। আজ আমার মায়ের জন্মদিন। তিনি আমাকে যা কিছু শিখিয়েছেন, আমার জীবনের প্রতিটি মুহূর্তে তার গুরুত্ব অপরিসীম। আজ আমি যা কিছু হয়েছি, তার সবটুকুর কৃতিত্ব আমার আম্মার। তোমাকে খুব ভালবাসি।'
View this post on Instagram
মায়ের জন্মদিনে স্মৃতিচারণা করে হেমা আরও জানান, 'মা আমাকে ছেড়ে চলে যাওয়ার পরও প্রতিবছর এই দিনটি উদযাপন করি। মায়ের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ফিরে দেখি। আমার জীবন ও কর্মজীবনে তাঁর অবদান কতটা গভীর, সেটা মনে করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।'
ছবিতে দেখা যায়, হেমা মালিনী নাচের পোশাক পরে আছেন, আর পাশে সাদামাটা পোশাকে দাঁড়িয়ে আছেন তাঁর মা। মায়ের চোখে-মুখে দৃঢ় ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। হেমা মাকে জড়িয়ে ধরে আছেন, যা তাঁদের গভীর সম্পর্ককে প্রকাশ করে।
মায়ের প্রতি হেমার এই আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর মেয়ে এষা দেওল। দিদাকে স্মরণ করে ইমোজি পোস্ট করেছেন এষা এবং তাঁর সঙ্গে কাটানো কিছু স্মৃতি ভাগ করে নিয়েছেন। জয়া চক্রবর্তী ছিলেন বলিউডের একজন বিশিষ্ট প্রযোজক এবং কস্টিউম ডিজাইনার। 'ড্রিম গার্ল' (১৯৭৭), 'স্বামী' (১৯৭৭), এবং 'দিল্লাগি' (১৯৭৮)-এর মতো সফল ছবির প্রযোজক ছিলেন তিনি। ২০০৪ সালে আচমকা অসুস্থ হয়ে প্রয়াত হন জয়া।