শেষ আপডেট: 16th July 2023 03:27
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে বলিউডের বক্স অফিসের হাল যে রীতিমতো করুণ ছিল একথা স্বীকার করে নিয়েছিলেন প্রায় সকলেই। একের পর এক দক্ষিণী ছবির সামনে দাঁড়াতেই পারেননি শাহরুখ, অক্ষয়, সলমনরা। ফলে, ২০২৩এর শুরুতেই সিনে জগতের চোখ ছিল বলিউডের দিকে (bollywood report card 2023 1st half)। বলিউড মহারাজকীয় কামব্যাক করতে পারে নাকি আঞ্চলিক ছবির সামনে মাথা নোয়াতে বাধ্য হয় এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছিল সব মহলে।
আর এই সাফল্যের নেপথ্যে অন্যতম কাণ্ডারী বলিউডের বাদশা কিং খান। জানুয়ারি মাসে শাহরুখ খানের 'পাঠান' দিয়ে তিনি নিজে তো মহানায়কোচিত কামব্যাক করলেনই, সঙ্গে বলিউডের প্রতি মানুষের হারানো আস্থাও যেন ফিরে এল। এই তালিকায় রয়েছেন রানি মুখার্জীও। 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' বক্স অফিসের নিরিখে ব্লকবাস্টার না হলেও এই ছবি যথেষ্ট আলোচিত হয়েছে। এক মায়ের লড়াই দিয়ে বলিউডকে আরও একবার হারানো জায়গা ফেরত দিলেন আদিত্য-ঘরণী।
এই তালিকায় যদিও বিশেষ সুবিধা করতে পারেননি 'ভাইজান' অর্থাৎ সলমন খান। ইদে মুক্তি পাওয়া 'কিসি কা ভাই কিসি কি জান' ছবি উপহার দিয়েও তিনি হল ভরাতে পারেননি। অন্য দিকে রণবীর কাপুরের 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবিটি নিয়ে বিশেষ প্রত্যাশা না থাকলেও দেখা গেল বক্স অফিসে যথেষ্ট ভাল ফল করে হিটের তালিকায় ঢুকে পড়েছে ছবিটি। ব্যর্থ হয়েছে অক্ষয় কুমার এবং ইমরান হাসমির 'সেলফি' ছবিটিও। আপাতত অক্ষয় তাকিয়ে 'ওএমজি ২'-এর দিকে। রণবীর-শ্রদ্ধার মতোই আরও এক নতুন জুটি ভিকি কৌশল সারা আলি খানের 'জারা হটকে জারা বাঁচকে'ও ২০২৩এর হিট ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।
২০২৩ সালটা যে বলিউডের জন্য চরম বৈচিত্র্যপূর্ণ বছর হতে চলেছে তা স্পষ্ট প্রথম ৭ মাসেই। একদিকে যেমন 'পাঠান' কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস, অন্যদিকে ৬০০ কোটি টাকা বাজেটের 'আদিপুরুষ' মুখ থুবড়ে পড়েছে। ব্যর্থ হয়েছে গত বছরের অন্যতম আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর 'শকুন্তলম' ছবিটি, যা বলিউডের জন্য এক প্রকার আশীর্বাদ, মুখে না বললেও স্বীকার করছেন অনেকেই। অন্য দিকে তুমুল রাজনৈতিক বিতর্ককে সঙ্গী করে অভাবনীয় ফল করেছে 'দ্য কেরালা স্টোরি'।
২০২৩ শেষ হতে এখনও বাকি অনেকগুলো মাস। তার আগে এখনও বলিউডের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। গদর ২ বা ওএমজি ২ এর মতো সিক্যোয়েল নিয়ে যেমন আশাবাদী বলিউড তেমনই করণ জোহর দীর্ঘদিন বাদে ফিরছেন পরিচালনায় 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবি দিয়ে, এটিকেও সম্ভাব্য হিটের তালিকায় রাখছেন বলিউড বিশেষজ্ঞরা।
দেব এন্টারটেইনমেন্টের ‘ঘরের মেয়ে’ জিতের নায়িকা! রুক্মিণী কি সেতুবন্ধন করবেন দুই তারকার