শাহরুখ, সলমন, আমির এবং প্রসেনজিৎ
শেষ আপডেট: 7th January 2025 11:33
আগামী ১৪ মার্চ প্রথম ষাটের মাইলফলক প্রথম স্পর্শ করবেন আমির, তারপরে ২রা নভেম্বর শাহরুখ এবং একেবারে বছর শেষে অর্থাৎ ২৭ ডিসেম্বর সলমন (Shah rukh Khan Salman Khan Aamir khan)। তিন তারকা এখনও বলিউডে তাঁদের রাজত্ব অক্ষত রেখেছেন, কিন্তু ষাটে পা দেওয়ার পর কি তাঁদের স্টারডমে প্রভাব ফেলবে? কী মনে হয় ‘বন্ধু’ প্রসেনজিতের (Prosenjit Chatterjee) কাছে।
প্রথমেই মাথা নাড়লেন। ভাব যেন ‘ধুর! ধুর!‘ তারপর বললেন, ‘আমির আমার বন্ধু, শাহরুখ ভীষণ ক্লোজ, সলমনের সঙ্গে বন্ধুত্ব সেই লেভেলে হয়ে ওঠেনি। তবে ও চেনে আমাকে। আমি অজয়কেও কেন মিস আউট করব। যেভাবে ওঁরা নিজেদের মেন্টেন করেছে, বিশেষ করে আমির, ও আমার মতোই এক্সপেরিমেন্ট করে।
অনেকে বলেছে, শাহরুখের ছবি চলছে না, কত কিছু, কিন্তু যেভাবে ও ফিরে এল। ও যখন ফিরল রাজার মতো ফিরল। এই চ্যালেঞ্জ আমাদের জেনারেশনের কাছে রয়ে গিয়েছে। সলমনের একটা টিজার বেরিয়েছে। সিকন্দর। ওটা দেখে বোঝা যায়, এই যে অরা! বয়স কিস্যু নয়! তবে চল্লিশের পর আরও সতর্ক হতে হয়। ওরা সেটাই করছে...দিন যত যাচ্ছে আরও ভাল দেখাচ্ছে, ওঁদের’
প্রসঙ্গত, ২০২৫ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি হিন্দি ছবি এবং একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। ফিল্মমেকার পুলকিত দত্ত পরিচালিত এবং রাজকুমার রাও অভিনীত ‘মালিক’ ছবি এবং নীরজ পান্ডের সিরিজ ‘খাকি—দ্য বেঙ্গল চ্যাপ্টার’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, ‘আমার এক রেলাবাজির চরিত্র রয়েছে, ছবিটি অগাস্টে রিলিজ করতে চলেছে।’