শেষ আপডেট: 21st September 2021 11:35
দ্য ওয়াল ব্যুরো: হিন্দুমতে মেয়েদের বিয়ের সময় কন্যাদান (Kanyadaan) রীতি প্রচলিত। সেই সনাতন নিয়মরীতি নিয়ে সম্প্রতি এক বিজ্ঞাপনে প্রশ্ন তুলেছেন বলিউড অভিনেত্রী (Bollywood) আলিয়া ভাট (Alia Bhatt)। তিনি বলেছেন, কেন কন্যাকে দান করা হবে? বরং এই রীতির নাম হওয়া উচিত কন্যামান। এখনও মহানগরীর বহু এলাকা বানভাসি, পথে বেরিয়ে বিপন্ন বহু মানুষ আলিয়া ভাটের এই বিজ্ঞাপনী বার্তার বিরুদ্ধে এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ইনস্টাগ্রামে তিনি এক হাত নিয়েছেন আলিয়াকে। এই বার্তা হিন্দু ধর্মের বিরোধী বলে মন্তব্য করেছেন কঙ্গনা। এমন বিজ্ঞাপন ছড়ানোর বিরোধীতাও করেছেন তিনি। কঙ্গনা বলেছেন, আলিয়া ভাটের এই বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দু সংস্কৃতি রীতিনীতির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। একজন সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তি যখন সীমান্তে শহিদ হয়, তখন তাঁর বাবা মা-ও বলেন, আমার এক সমতান গেছে, আরও একজনকে আমি এই দেশের জন্যেই দান করব। পুত্র হোক বা কন্যা, এখানেও তো দানের কথা রয়েছে। ধর্ম নিয়ে বা সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠদের ভাবাবেগ নিয়ে এই রাজনীতি করা বন্ধ হোক। এভাবে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ হোক। দান যে যেভাবে দেখবে তার চোখে সেভাবেই তা ধরা দেবে। https://youtu.be/VWudnPrBUUA আলিয়া ভাটের এই বিজঙাপন নিয়ে বেশ কিছুদিন ধরেও শোরগোল চলছে নেট মাধ্যমে। কেউ কেউ এই নতুন ধরনের দৃষ্টিকোণ থেকে প্রাচীন রীতিকে দেখতে পেরে তার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার রক্ষণশীল মানসিকতার কথা বলেছেন। নেটিজেনদের একাংশ আলিয়া ভাটকে এই নিয়ে কটাক্ষ বিদ্রূপও করেছেন। অনেকেই বলেছেন হিন্দু সংস্কৃতিকে অবহেলা করছেন আলিয়া। কঙ্গনাও সেই দলে ভিড়লেন। এমনিতেও কঙ্গনা রানাউতের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক ভাল নয়। সুযোগ পেলেই আলিয়ার বিরুদ্ধে তোপ দাগেন বলিউডের 'কুইন'। করণ জোহরের 'নেপোটিজম গ্যাং'য়ের সদস্য বলেন তাঁকে। কন্যাদানের বিজঙাপন নিয়েও সেই সংঘাত আবার প্রকাশ্যে এল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'