শেষ আপডেট: 23rd August 2023 11:29
দ্য ওয়াল ব্যুরো: ২৩ অগস্ট দিনটা হতে চলেছে ভারতের বিজ্ঞানচর্চার ইতিহাসে অন্যতম গর্বের একটি দিন। চাঁদের মাটিতে পা রাখতে চলেছে চন্দ্রযান ৩ (chandrayaan-3's Moon landing)। প্রখ্যাত বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের নাম অনুসারে এই চন্দ্রযান-এর নাম রাখা হয়েছে। প্রসঙ্গত, আগের বার অর্থাৎ ২০১৯ সালে অল্পের জন্য সফল ভাবে অবতরণ করতে পারেনি চন্দ্রযান। তবে এবার সেই সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে বিজ্ঞানীদের তরফে।
বলিউডের বহু তারকা সাগ্রহে অপেক্ষা করছেন সারা দেশের মানুষের সঙ্গে তাল মিলিয়ে চন্দ্রযানের চাঁদে অবতরনের দৃশ্য প্রত্যক্ষ করবেন বলে। কেউ কেউ শুভেচ্ছা জানিয়েছেন ইসরোকেও। এক্স হ্যান্ডলে অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই উত্তেজনার কথা তাঁরা ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গেও।
এই তালিকায় রয়েছেন করিনা কাপুর। সম্প্রতি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা বলেন, 'ভারতীয়দের জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত হতে চলেছে। এই গর্ব প্রত্যেকেই তাঁর হৃদয়ে অনুভব করতে পারবেন। ভারতীয় হিসেবে আমরা সকলেই উৎসাহের সঙ্গে অপেক্ষা করছি সেই গর্বের মুহূর্তটার সাক্ষী হওয়ার জন্য।' করিনার কথায় বহু ভারতীয়র মতোই তিনি তাঁর দুই ছেলের সঙ্গে রুদ্ধশ্বাস এই মুহূর্ত উপভোগ করবেন টেলিভিশনের পর্দায় চোখ রেখে।
করিনার মতোই উত্তেজিত বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনও। তাঁর 'কৌন বনেগা ক্রোড়পতি'র সাম্প্রতিকতম পর্বে অভিনেতা বলেন, 'আগামীকাল যখন আকাশে চাঁদ উঠবে তখন সেই চাঁদের মাটিতে আমাদের দেশের পদচিহ্ন থাকবে।' অমিতাভের কথায়, কাল চন্দ্রযান তার মামার বাড়ি অর্থাৎ চাঁদমামার বাড়িতে পা রাখবে। অমিতাভের সুরে সুর মিলিয়েছেন ছেলে অভিষেকও। এই মুহূর্তকে অত্যন্ত গর্বের মুহূর্ত বলে বর্ণনা করে অভিষেকের বক্তব্য, তিনি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন ভেবেই মনে মনে গর্ব অনুভব করছেন। চন্দ্রযান নিয়ে উচ্ছ্বসিত মিঠুন চক্রবর্তীও। ইসরোকে এই অভূতপূর্ব সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। এছাড়াও বাদশা, রীতেশ দেশমুখ, শেখর কাপুর, হরিহরণ সহ আরও বহু তারকা এক্স হ্যান্ডলে চন্দ্রযানের সাফল্য কামনা করেছেন। সব মিলিয়ে গোটা দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার।
চাঁদের দক্ষিণ মেরু তেজস্ক্রিয় মৌলের ভাণ্ডার, ধুলোয় ধুলোয় ধাতু, শুধু জল খুঁজতে যাচ্ছে না চন্দ্রযান