শেষ আপডেট: 16th January 2025 12:45
দ্য ওয়াল ব্যুরো: রুক্মিণী মৈত্র (Rukmini maitra) এবং রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ নিয়ে এই আলোচনা তুঙ্গে। প্রথম বার বিনোদিনী দাসীকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি মুক্তি পেতে চলেছে। ছবির প্রচারেও ফাঁক রাখছেন না টিম বিনোদিনী। ব্যস্ত রুক্মিণী মৈত্রও। সম্প্রতি, দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি) থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের। ভারতের সমৃদ্ধ এই নাট্য প্রতিষ্ঠানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে বিনোদিনীকে নিয়ে এক আলোচনা সভা। সেখানে পৌঁছবেন অভিনেতা-পরিচালক।
এরই মধ্যে আরও এক নতুন পালক পড়ল বিনোদিনীর মুকুটে। যিনি একের পর এক ‘যোধা আকবর’, ‘পানিপত’ কিংবা ‘মোহেনজো দারো’র মতো পিরিওডিকাল ছবি নির্মাণ করেছেন, সেই আশুতোষ গোয়ারিকরের কাছ থেকেই ফোন এল রুক্মিণী মৈত্রর (Rukmini maitra) কাছে। খবর, ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির প্রথম কাট দেখে মুম্বইয়ের নিজের অফিসে আমন্ত্রণ পাঠান স্বনামধন্য পরিচালক। পর্দায় বিনোদিনী বললেন, ‘দিনটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আশুতোষ গোয়ারিকর নিজে আমাকে বিনোদিনীর প্রথম অংশ দেখার পর মুম্বাইতে তাঁর অফিসে দেখা করতে ডাকেন! আমার মনে হচ্ছিল, একজন অভিনেতার স্বপ্নগুলো সত্যি হচ্ছে। তাঁর অফিস, তিনি এবং তাঁর ভদ্রতা, কত কী বলব! অভিনয় তো বটেই, আমাদের জীবন নিয়ে বহুক্ষণ আড্ডা দিয়েছি!’
‘বিনোদিনী’ দেখার পর প্রতিক্রিয়ায় পরিচালক (ashutosh gowariker) প্রকাশ করলেন এক বিবৃতি। তিনি বলেন, ‘বিনোদিনীর চরিত্রে রুক্মিণী মৈত্রের অভিনয়, দুর্দান্ত। তাঁকে দেখতে বেশ সুন্দর লাগছে এবং খুব সুন্দর নেচেছেন ছবিতে। একই সঙ্গে, তাঁর অভিনয়ের বিভিন্ন স্তর প্রকাশ পেয়েছে, ছবিটি ভারতীয় থিয়েটারের ঐতিহ্য এবং হারিয়ে যাওয়া নায়িকার প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এই প্রজন্মের কাছে থিয়েটারের স্বর্ণযুগকে পর্দায় তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ‘বিনোদিনী’র, সাফল্য এবং স্বীকৃতি কামনা করি!’
এর আগে দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পর্দার বিনোদিনী হয়ে ওঠা নিয়ে মুখ খুলেছিলেন রুক্মিণী। এই ছবির অন্যতম প্রযোজক দেব। বিনোদিনীর প্রচারে পুরোদস্তুর হাজির তিনি। প্রেমিকের এই পাশে থাকা নিয়ে উচ্ছ্বসিত রুক্মিণী। তিনি বলেন, ‘একজন মানুষ ধনী হয়ে ওঠে না, শুধু সম্পদ কিংবা প্রতিপত্তিতে। সে ধনী হয়ে ওঠে বাবা-মায়েরর সান্নিধ্যে। বাবা-মায়েরাই সন্তানদের ভাল মানুষ হিসেবে গড়ে তোলেন। দেব সুপারস্টার। ওর কাজকর্মে মানুষ অনুপ্রেরণা জোগায়। ওঁকে দেখে কতজন কত কী শেখেন। ওর থেকে শিখবে মহিলাদের সম্মান কীভাবে দিতে হয়। এটা শুধু আমার প্রতি নয়, ওঁর মা, ওঁর বোনের প্রতিও তেমনই কনসার্ন্ড।’
কিছু দিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে ‘বিনোদিনী থিয়েটার’রাখা হয়েছে। খবর পাওয়া মাত্রই কেঁদে ফেলেছিলেন রুক্মিণী। আপাতত অপেক্ষা ২৩ জানুয়ারি। সেদিনই মুক্তি পাবে এই ছবি।