শেষ আপডেট: 8th December 2024 22:25
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতেই অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শারীরিক দুর্বলতা, শ্বাসকষ্ট এবং মাথা ঘোরা-সহ একাধিক সমস্যা দেখা দিয়েছিল। সে কারণেই তড়িঘড়ি ৭৯ বছর বয়সি পরিচালকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। রবিবার চিকিৎসকরা জানাচ্ছেন, আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন পরিচালক। সুভাষ বহু আইকনিক সিনেমার জন্য পরিচিত। পরদেশ, তাল, বিধাতা, ইয়াদে সহ বহু সিনেমায় তিনি পরিচালক হিসেবে কাজ করেছেন।
এদিন হাসপাতালের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পরিচালকের ব্রেনের সিটি অ্যাঞ্জিওগ্রাম, চেস্ট এবং অ্যাবডোমেনের নানা পরীক্ষা করা হয়েছে। সোমবার অর্থাৎ আগামীকাল পিইটি-সিটি স্ক্যাম করানো হবে। সে গুলি ঠিক মতো না হলে বোঝা যাবে না পরিচালকের ঠিক কী সমস্যা হয়েছে।
এদিকে রবিবার একটু সুস্থ বোধ করতেই দুপুরে এক্স হ্যান্ডেলে নিজের স্বাস্থ্যের কথা জানান পরিচালক। তিনি পোস্ট করেন, ‘সত্যি আমার খুব ভাল লাগছে এটা জেনে যে আমার বহু শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমার স্বাস্থ্যের জন্য চিন্তিত। সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি এখন ভালো আছি। শীঘ্রই দেখা হবে।’
I feel so blessed to know that I’ve so many friends expressing their love n affection for my health. after my hectic stint at IFFI goa. ALL IS WELL NOW n see u soon. SMILE AGAIN. thank you ????????
— Subhash Ghai (@SubhashGhai1) December 8, 2024
পাশাপাশি পরিচালকের পরিবারের তরফে জানানো হয়েছে, এখনই চিন্তার কিছু নেই। প্রতিবছরের মতো এ বছরেও একটি বার্ষিক চেক আপ করান হয়েছে। পরিচালকের ব্যস্ততার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাতে একসঙ্গে সমস্ত পরীক্ষা হয়ে যায়।