শেষ আপডেট: 20th July 2023 14:31
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস ধরেই জ্বলছে মণিপুর (Manipur)। একের পর এক জায়গায় ছড়িয়ে পড়ছে হিংসা। এই পরিস্থিতিতে সে রাজ্যের আরও এক ঘৃণ্য ঘটনা বড় ধাক্কা দিল গোটা দেশকে। সম্প্রতি দুই নারীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, ওই দুই মহিলাকে একেবারে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় মানুষজন। অভিযোগ, এরপর তাঁদেরকে গণধর্ষণও করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসেছে দেশের সুশীল সমাজ। ন্যক্কারজনক ঘটনা নিয়ে গর্জে উঠেছে বলিউডও (Bollywood)।
দেশের উত্তর-পূর্বের এই রাজ্য যখন বিগত কয়েক মাস ধরেই অশান্ত, সেখানে সম্পূর্ণরূপে নীরব ভারতের একাধিক মহল। ক্রীড়া জগত থেকে সিনেমা দুনিয়া সবাই মুখে কুলুপ এঁটেছিলেন। এই প্রেক্ষিতে গত জুন মাসে বলিউডের বিরুদ্ধে রীতিমতো তোপ দেখেছিলেন 'মেরি কম' ছবি খ্যাত অভিনেতা বিজৌ থাংযাম। এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বি টাউনের তেমন কোনও তাপ উত্তাপ দেখা না যাওয়ায় অবাক হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার অবশেষে মণিপুরের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানালেন অক্ষয় কুমার, সোনু সুদ, ঊর্মিলা মাতন্ডকার, সঞ্জয় দত্তর মত বলিউডের তাবড় সেলেব্রিটিরা।
মণিপুরের ঘটনা প্রসঙ্গে সোনু সুদ লেখেন, "এই ভিডিও সবাইকে নাড়িয়ে দিয়েছে। এখানে কোনও মহিলাকে নয়, এটা আসলে মানবতাকে রাস্তা দিয়ে প্যারেড করানো হল।"
অক্ষয় কুমার লিখেছেন, "মণিপুরে নারীদের প্রতি এমন হিংসাত্মক ভিডিও দেখে আমি শিহরিত ও বিরক্ত। আশা করি, অপরাধীরা এমন কঠিন শাস্তি পাবে যে ভবিষ্যতে আর কখনও কেউ এমন জঘন্য কাজ করার কথা মাথায় আনবে না।
আতঙ্কে রয়েছেন নয়ের দশকের সুপারহিট অভিনেত্রী ঊর্মিলাও। তিনি লেখেন, "মে মাসে ঘটা মণিপুরের ভিডিও দেখে শিহরিত এবং আতঙ্কিত হচ্ছি। আশ্চর্যের ব্যাপার এর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যারা ক্ষমতার নেশায় মদমত্ত হয়ে বসে রয়েছেন, জোকার মিডিয়া যাঁদের পদলেহন করে চলেছে, যে সেলিব্রিটিরা নীরব হয়ে রয়েছেন তাঁদের লজ্জা হওয়া উচিত। আমরা কবে এখানে পোঁছব প্রিয় ভারতবাসী/ইন্ডিয়ানস?"
নিন্দায় সরব হয়েছেন বলিউডের 'সঞ্জুবাবা'ও। এদিন সকালে টুইট করে সঞ্জয় দত্ত লিখেছেন, "মণিপুরে মহিলাদের উপর হওয়া এই নৃশংস আচরণের প্রতিবাদের কোনও ভাষা নেই। আমার আশা, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। এমন কাজ যেন কোনওভাবেই সহ্য করা না হয়।"
টুইটে মুখ খুলেছেন 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। তিনি লিখেছেন, 'মণিপুর: মোপলা, ডাইরেক্ট অ্যাকশন ডে, নোয়াখালি, বাংলাদেশ, পাঞ্জাব, কাশ্মীর, বাংলা, কেরল, অসম, বস্তার এবং এখন মণিপুর। প্রতিবারই আমাদের নিরপরাধ মা-বোনেরা অমানবিক বর্বরতার শিকার হয়েছেন। একজন ভারতীয় হিসেবে আমি লজ্জিত।"
মণিপুরে নারকীয় ঘটনা, দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটিয়ে গণধর্ষণের অভিযোগ