Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
bollywood entrepreneur

৬ বলিউড তারকা, যাঁরা আজ বিরাট উদ্যোগপতি

বলিউড মানেই ছিল গ্ল্যামার আর স্টারডমে ভরপুর এক দুনিয়া। তবে এখন সেই তারকারা শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ নন—তাঁরা সাহসী পা ফেলেছেন উদ্যোগের জগতে।

৬ বলিউড তারকা, যাঁরা আজ বিরাট উদ্যোগপতি

বলিউড তারকা, যাঁরা আজ বিরাট উদ্যোগপতি

শেষ আপডেট: 23 April 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো: বলিউড মানেই ছিল গ্ল্যামার আর স্টারডমে ভরপুর এক দুনিয়া। তবে এখন সেই তারকারা শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ নন—তাঁরা সাহসী পা ফেলেছেন উদ্যোগের জগতে। ওয়েলনেস থেকে ফ্যাশন, টেকনোলজি থেকে ফিটনেস—এই অভিনেতারা প্রমাণ করেছেন, তাঁদের প্রতিভা ক্যামেরার বাইরেও সমান উজ্জ্বল। চলুন জেনে নিই, কোন কোন সেলিব্রিটিরা সফলভাবে ব্যবসায়ের জগতে নিজের জায়গা করে নিয়েছেন।

দীপিকা পাডুকোন
দীপিকার ক্যারিশমা আর বিচক্ষণতা শুধু সিনেমাতেই নয়, ব্যবসায়ের মঞ্চেও জাদু ছড়াচ্ছে। তিনি শুরু করেছেন নিজের ফ্যাশন লাইন, যুক্ত হয়েছেন এমন এক স্কিনকেয়ার ব্র্যান্ডের সঙ্গে যা প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য রক্ষায় বিশ্বাসী। পাশাপাশি, ফুড ইনোভেশন, এডটেক, মোবিলিটি, বিউটি এমনকি স্পেস টেকনোলজি সম্পর্কিত বেশ কিছু উদ্ভাবনী প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে তাঁর চ্যারিটি ফাউন্ডেশনও অনেকটা পথ এগিয়ে গেছে—একইসঙ্গে লক্ষ্য এবং লাভের পথে তিনি হয়ে উঠেছেন এক পথপ্রদর্শক।

সুনীল শেট্টি
বলিউডে বহুদিন ধরে কাজ করার পাশাপাশি সুনীল শেঠি গড়ে তুলেছেন এক শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্য। ফিটনেস, ওয়েলনেস, হেলদি ফুড চেইন, হসপিটালিটি এবং ইনোভেটিভ টেকনোলজির জগতে তাঁর অবদান উল্লেখযোগ্য। তাঁর দূরদৃষ্টি, স্থির স্বভাব এবং প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গি তাঁকে স্টার্টআপ দুনিয়ার একজন বিশ্বস্ত মেন্টরে পরিণত করেছে।

আলিয়া ভাট
আলিয়া তাঁর উদ্যোগপতি জীবনে এনেছেন বৈচিত্র্য এবং পরিবেশ সচেতনতা। তিনি এমন কিছু প্ল্যাটফর্মে বিনিয়োগ করেছেন যা সৃজনশীলতা ও শেখার সুযোগকে গুরুত্ব দেয়। পাশাপাশি, টেকসই ফ্যাশনের মাধ্যমে স্টাইল এবং সচেতনতার একটি সুন্দর সমন্বয় তৈরির চেষ্টা করছেন।

Alia Bhatt Reveals She Refused To Give Her Makeup Artist More Time On Her  Wedding Day, 'You Lost It'
আলিয়া ভাট

অনুষ্কা শর্মা
নিজের মতো করে চলার জন্য অনুষ্কা সবসময়ই পরিচিত। তিনিই প্রথম দিকের অভিনেত্রীদের মধ্যে একজন, যিনি নিজের প্রোডাকশন হাউজ খুলেছেন। তাঁর স্টাইল লেবেল তরুণ প্রজন্মের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে। ফ্যাশন ছাড়াও, তিনি সৃষ্টিশীল ক্ষেত্রগুলিতে তরুণ প্রতিভাদের উৎসাহ দিতে আগ্রহী।

হৃত্বিক রোশন
হৃত্বিকের কাছে ফিটনেস শুধু শখ নয়, বরং এক ধরণের উদ্দেশ্য। তাঁর ব্যবসায়িক উদ্যোগ মূলত ডিজিটাল ওয়েলনেস প্ল্যাটফর্মে বিনিয়োগের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো, হেলদি হ্যাবিট গড়ে তোলা এবং এক্সারসাইজ ইকুইপমেন্ট সরবরাহ করার দিকে কেন্দ্রিত। তাঁর বিশ্বাস, ইনোভেশন আর টেকনোলজির সাহায্যে মানুষকে আরও সুস্থ জীবনধারার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

Hrithik Roshan says he's 'afraid, nervous' about turning director for  Krrish 4: 'Might feel like worst decision ever' | Bollywood - Hindustan  Times
হৃত্বিক রোশন

ক্যাটরিনা কাইফ
তাঁর পর্দার সৌন্দর্যের পাশাপাশি ক্যাটরিনা বিউটি এবং ওয়েলনেসের প্রতি নিজের মনোযোগ এবং প্রামাণিকতায় সবার মন কেড়েছেন। তাঁর উদ্যোগ 'কেয়ার' আর 'কমফোর্ট'—এই দুই বিষয়ে ভারসাম্য রেখে এমন প্রোডাক্ট তৈরি করছে, যা ভারতের বিভিন্ন স্কিন টোন ও কন্ডিশনের সঙ্গে মানানসই। ব্যবসার বাইরে, তিনি এমন এক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান যা উদ্ভাবনী এবং সবার কাছে সহজে পৌঁছনীয় হয়—যেখানে মানুষ নিজের পরিচয়কে প্রকাশ করতে পারে আত্মবিশ্বাসের সঙ্গে।

বলিউড তারকাদের এই নতুন অবতার সত্যিই দেখিয়ে দেয়, তাঁরা শুধুই সুপারস্টার নন—তাঁরা আসলেই 'চেঞ্জমেকার'!


ভিডিও স্টোরি