শেষ আপডেট: 26th July 2023 09:04
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের ‘মন্নত’, অমিতাভ বচ্চনের ‘জলসা’ কিংবা সলমন খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’- মুম্বইয়ে এই জায়গাগুলি যেন ধীরে ধীরে অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। হেন কোনও শাহরুখ ভক্ত নেই, যারা মুম্বই গিয়েও ‘মন্নত’ লেখা সেই দরজার সামনে দাঁড়িয়ে ছবি তোলেননি! এই প্রাসাদোপম বাড়ির সামনে ব্যালকনি থেকেই জন্মদিন বা ইদের দিনে ভক্তদের সঙ্গে দেখা করেন ‘বাদশা’। অন্যদিকে অমিতাভ আবার মুম্বইয়ে থাকলে প্রতি রবিবার ‘জলসা’র দরজার সামনে এসে ভক্তদের দেখা দেন। অনুরাগীদের সঙ্গে দেখা করার জন্য সুপারস্টারদের বাড়ি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু জানেন কি, এই বি টাউনেরই (Bollywood) বহু তারকা (celebrities) এখনও মুম্বইয়ে (Mumbai) নিজেদের বাড়ি কেনেননি। ভাড়া বাড়ি কিংবা ভাড়া করা ফ্ল্যাটেই তাঁরা থাকেন সুপারস্টার হওয়ার পরেও।
ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে কৃতি শ্যানন, কার্তিক আরিয়ান—বহু তারকাই প্রতি মাসে লাখ লাখ টাকা ভাড়া দিয়ে থাকেন। কিন্তু কেন তাঁরা বাড়ি কেনেন নি এখনও? এর প্রধান কারণ মূলত দু’টি। এক, এঁদের প্রতিমাসে আয় নিয়ে তেমন নিশ্চয়তা এখনও নেই। প্রতিমাসেই যে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকা জমা পড়বে, তা নয়। সেই কারণেই বাড়ি কেনার মতো বিলাসিতা তাঁরা এখনও দেখাতে পারেননি। আর দ্বিতীয় কারণ, সেখানকার বাড়ি কিংবা ফ্ল্যাটের আকাশছোঁয়া দাম। যারা এখনও মুম্বইয়ে নিজেদের পাকা ঠিকানা তৈরির চেষ্টায় আছেন, সেই অভিনেতা-অভিনেত্রীদের পক্ষে সেই বিশাল টাকা দিয়ে এইমুহূর্তে প্লট কেনা একপ্রকার অসম্ভব ব্যাপার। তাই বাধ্য হয়েই ভাড়া থাকতে হয় তাঁদের। এমনকী মাধুরী দীক্ষিতও এতদিন ভাড়া নেওয়া ফ্ল্যাটেই থাকতেন। তবে সম্প্রতি তিনি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।
২০২১ সালে বিয়ে করার পর থেকেই আলাদা সংসার পেতেছেন ভিকি-ক্যাটরিনা। জুহুতে তাঁরা একটি বিশাল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকেন। সূত্রের খবর, সেই অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া চার লক্ষ টাকা। এছাড়াও সেখানে ঢোকার আগে এককালীন ১ কোটি ৭৫ লক্ষ টাকা জমা দিয়েছিলেন। এঁদের মধ্যে অনেকেই আবার বলি তারকাদের থেকেই বাড়ি ভাড়া নেন। কৃতি শ্যাননের বারিওয়ালা যেমন অমিতাভ বচ্চন। ‘শাহেনশা’র মুম্বইয়ে বেশ কয়েকটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট আছে। তারমধ্যেই একটিতে ভাড়া থাকেন কৃতি। সেইজন্য প্রতিমাসে তিনি বিগ বি’কে ১০ লক্ষ টাকা ভাড়া দেন। এককালীন ৬০ লক্ষ টাকা জমা দিয়ে তিনি সেই অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছিলেন। আবার কার্তিক আরিয়ানের বাড়িওয়ালার নাম শাহিদ কাপুর। জুহুর তারা রোডে সেই অ্যাপার্টমেন্টটিতে থাকার জন্য প্রতিমাসে সাড়ে সাত লক্ষ টাকা দেন কার্তিক। মুম্বইয়ে বাড়ি কেনা যে মুখের কথা নয়, তা প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীদের অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার হুজুগ দেখে বিলক্ষণ বোঝা যায়।