শেষ আপডেট: 1st October 2024 11:16
দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকে একাধিক হিন্দি ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন। ঝুলিতে রয়েছে বেশ কিছু সুপারহিট ছবিও। সেই সময় বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে তিনিও ছিলেন। কথা হচ্ছে রবিনা টন্ডনের। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে একাধিকবার।
যদিও তার যথেষ্ট কারণও ছিল। নব্বইয়ের দশকে বড় পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে রবিনার জুটি জনপ্রিয় হয়ে ওঠে। শুধুই স্ক্রিনে নয়, পর্দার পিছনেও তাঁদের প্রেমের সম্পর্ক নজরে আসে বলিপাড়ার। ১৯৯৪ সালে ‘মোহরা’ ছবিটি বক্স অফিসে বিরাট সাফল্যের মুখ দেখেছিল। জানা যায়, সেই ছবি মুক্তির পরেই নাকি অক্ষয় এবং রবিনা সম্পর্কে জড়ান।
তবে সম্পর্ক এবং বিচ্ছেদ, দুই নিয়েই বলিপাড়ায় চর্চা তুঙ্গে ছিল। বিচ্ছেদের পর রবিনার নামের সঙ্গে জড়িয়েছে নানা বিতর্কও। এক সাক্ষাৎকারে রবিনা বলেন, 'অক্ষয়ের সঙ্গে বিচ্ছেদের পর আমায় নিয়ে নানা গুজব ছড়ানো হয় বিভিন্ন জায়গায়। যদিও আমি কোনও দিনই সেই সব বিষয়ে মুখ খুলতে পছন্দবোধ করি না। এমনকি আমার দুই দত্তক কন্যাকে নিয়েও অনেক কথা রটানো হয়।'
সাক্ষাৎকারে বলি অভিনেতার সঙ্গে প্রাক্তন সম্পর্ক নিয়ে মুখ খোলেন রবিনা। তিনি বলেন, 'আমার মনে হয়েছিল দুই মেয়ে পূজা এবং ছায়াকে ভাল ভাবে বাঁচার সুযোগ দিতে পারব। তাই ২১ বছর বয়সে আমি ওদের দত্তক নিই আমি। এর সঙ্গে আমার প্রাক্তন প্রেমের কোনও সম্পর্ক নেই।'
অক্ষয়ের সঙ্গে বিচ্ছেদের পর রবিনা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, এমনটাও রটে বলিপাড়ায়। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'অক্ষয়ের সঙ্গে বিচ্ছেদের পর নাকি আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম। এমনটা শুনতে হয়েছে আমায় বহুবার। এমনকি বিচ্ছেদের পরেই নাকি আমি দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিই। এই কথাগুলো একটাও সত্যি কথা না।'