শেষ আপডেট: 25th March 2023 10:03
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের (bollywood) গ্ল্যামার আর রাজনীতির (politics) যোগ ভারতে বেশ পুরনো। ফেব্রুয়ারি মাসেই এই তালিকায় নাম তুলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্ভবত এবার সেই তালিকায় জুড়তে চলেছে আরও এক গ্ল্যামার কুইনের নাম।
অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়ার বোন হলেও নিজের জোরেই বলিউডে জায়গা পাকা করেছেন। সূত্রের খবর, এবার রাজনীতির জগৎ থেকে মনের মানুষ খুঁজে পেলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, পাঞ্জাবের আপ সাংসদ (MP) রাঘব চাড়া'র সঙ্গে তাঁর প্রেম বেশ জমে উঠেছে।
মুম্বইয়ের একাধিক রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ অথবা যে কোনও পার্টিতে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে পরিণীতি এবং রাঘবকে। ফলে খুব সহজেই দুয়ে দুয়ে চার করছেন অনেকে। যদিও দু'জনের কেউই এই সম্পর্কের কথা এখনও স্বীকার করেননি।
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পরিণীতি এবং রাঘব দু'জনকে চেনেন বহুদিন ধরেই। দু'জনের সম্পর্কের মূল ভিত্তি বেড়ানো আর খাওয়াদাওয়া। জানা গেছে, একসঙ্গে প্রায়ই বেরিয়ে পড়েন অভিনেত্রী এবং সাংসদ।
অভিনেত্রী এবং সাংসদের চার হাত এক হবে কিনা সে কথা সময় বলবে। তবে বিয়ে নিয়ে বরাবরই সদর্থক জবাব পাওয়া গেছে অভিনেত্রীর মুখে। মনের মানুষ পেলেই তাঁর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে পড়তে চান, এমনই জানিয়েছেন পরিণীতি। এখন দেখার যে অভিনেত্রী কি শেষমেষ রাঘব ঘরণিই হতে চলেছেন, নাকি এই সম্পর্ক নেহাতই বন্ধুত্ব।
বাদ যাওয়া দৃশ্যের মন্তাজ প্রকাশ ২২ বসন্ত পর! করণের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভক্তেরা