শেষ আপডেট: 24th January 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী মমতা কুলকার্নির সন্ন্যাস গ্রহণ করলেন। মহাকুম্ভে আজই সন্ধ্যায় হবে তাঁর পট্টাভিষেক। জানা গিয়েছে তিনি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বরের দায়িত্ব সামলাবেন।
একটা সময়ে বলিউডের অন্যতম ছবি 'করণ-অর্জুন'-এ শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী মমতা কুলকার্নি। এবার সেই অভিনেত্রীই মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। তাঁর নতুন নামকরণ হয়েছে মমতা নন্দ গিরি।
৯০ দশকের সাড়া জাগানো অভিনেত্রী ছিলেন মমতা। একের পর এক সফল সিনেমায় অভিনয় করার পরেও ২০০০ সালে আচমকাই দেশকে বিদায় জানিয়ে বিদেশে চলে যান তিনি। ২০১৬ সালে ২০০০ কোটি টাকার মাদক মামলায় জড়িয়ে পড়েন মমতা।
অভিনেত্রীর চর্চিত-স্বামী (যদিও বিয়ে অস্বীকার করেন মমতা কুলকার্নি) ছিলেন আন্তর্জাতিক ড্রাগ লর্ড। ফলত মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল অভিনেত্রীরও। তার পরেই শেষ হয়ে যায় বলিউড কেরিয়ার।
একসময় টপলেস ছবি তোলার জন্য গ্রেফতার হতে হয়েছিল এই নায়িকাকে। শরীরের ওপরের অংশ বা বোতাম খোলা জিন্সের ছবি মুক্তি পেতেই ঝড় উঠেছিল বলিউডে। রীতিমতো ২০০০ টাকা জরিমানা দিয়ে সে সময় ছাড়া পেয়েছিলেন তিনি।
এছাড়াও চায়না গেট ছবির শুটিং চলাকালীন পরিচালক রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন মমতা। যদিও পরিচালক সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেন। এবার সেই বিতর্কিত অভিনেত্রী সন্ন্যাসিনী।