শেষ আপডেট: 14th October 2024 19:18
দ্য ওয়াল ব্যুরো: ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘খিলাড়ি ৭৮৬’ ছবিতে অক্ষয়ের সঙ্গে প্রথম কাজ করেন আসিন। শুটিংয়ের ফাঁকে আসিন অভিনেতাকে জানিয়েছিলেন যে, তিনি বিয়ে করতে চান। সেই কথা ভোলেননি অক্ষয়। সেই বছরই মুক্তি পায় ‘হাউসফুল ২’ ছবিটি। সেই ছবির প্রচারে উপস্থিত ছিলেন অক্ষয় এবং আসিন। ঠিক তখনই রাহুল শর্মা নামের এক ব্যক্তির সঙ্গে আসিনের আলাপ করিয়ে দেন অক্ষয়।
তারপরে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। আর সেই থেকেই প্রেম হয় দু'জনের। চার বছর সম্পর্কে থাকার পর রাহুলকে বিয়ে করেন আসিন। বিয়ের পরই অভিনয় থেকে অনেকটা দূরে সরে যান অভিনেত্রী। তারপরে সেভাবে তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি।
বলিপাড়ার অনেকেই মন করেন, অক্ষয়ের জন্যই বুঝি অভিনয় ছেড়েছেন আসিন। সেই নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অক্ষয়। তিনি আসিনের অভিনয় ছাড়াকে কেন্দ্র করে বলেন, 'আমি এমনটা অনেক সময়ই শুনেছি যে, আমার জন্য নাকি আসিনকে বড় পর্দায় দেখা যায় না। এর পিছনে একটা কারণও রয়েছে। তবে পুরোটা যে সত্যি, তা একেবারেই নয়।'
এই প্রসঙ্গে অক্ষয় বলেন, 'আসিনের বিয়ে উপলক্ষে বরপক্ষ এবং কনেপক্ষের দু’দিক থেকেই নিমন্ত্রিত ছিলাম আমি। বলিপাড়ার সকলেই জানতেন যে, রাহুল এবং আসিনের বিয়েতে ‘ঘটক’ হিসাবেই আমিই কাজ করেছিলাম।'
তিনি বলেন, 'আসলে এখানে গল্পটা অন্য। রাহুল আমার বন্ধু। হাউসফুল ২’ ছবির প্রচারে আমরা দিল্লি গিয়েছিলাম। সেখানে আমরা হঠাৎ লুকোচুরি খেলতে শুরু করি। আমিই ওদের দু’জনকে একটা আলমারির ভিতর ঢুকিয়ে দিই। আর এখন দেখুন, কেমন সংসার করছে দু’জনে। '
বিয়ে হওয়ার পর অভিনয় জগত থেকে দূরে সরে যান আসিন। বিয়ের এক বছর পর কন্যাসন্তানের জন্ম দেন তিনি। তারপর থেকেই বলিপাড়ার অনেকেই মজা করে বলেন, ‘রাহুলের সঙ্গে অক্ষয় আলাপ করিয়ে দিয়েছিলেন বলে তাঁর জন্য আসিন অভিনয় ছেড়ে দেন। তাই আসিনের বলিউড ছাড়ার কারণ অক্ষয়।’