Date : 8th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
SSC: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ! নিয়োগ প্রক্রিয়ায় ফের জটিলতাSSC: বৃষ্টির মধ্যেই নবান্ন ঘেরাওয়ের প্রস্তুতি, হাওড়া ময়দানে বঞ্চিত চাকরিপ্রার্থীরাখড়্গপুরে ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনে পড়ল ট্রাক! মৃত্যু চালকের, আশঙ্কাজনক খালাসিএসেছে মেঘদূত, দুর্যোগের সানাইয়ে দুর্গতিনাশিনীর আগমনি সুরজ্যোতিবাবু সেদিন প্রধানমন্ত্রী হলে...কেতাদুরস্ত ব্লেজার গায়ে উইম্বলডনে বিরাট, লর্ডসের ঢিলছোড়া দূরে বিরুষ্কার নয়া আস্তানা!চাই না ডিগ্রি-সিভি, ১০০ শব্দে পরিচয় দিন! ১ কোটি টাকার চাকরির অফার ভারতীয় বংশোদ্ভূত যুবকেরঅসমে এনআরসি নোটিস বাংলার উত্তমকে, ‘অসাংবিধানিক আগ্রাসন’ রুখতে বিরোধী ঐক্যের ডাক মমতারআমেরিকায় ছুটি কাটাতে গিয়ে মৃত্যুর ফাঁদে ভারতীয় পরিবার, গাড়ি দুর্ঘটনায় পুড়ে শেষ চারটি প্রাণবিয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের অভিযোগ, ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে মামলা দায়ের
Shraddha Kapoor's cryptic tweet

আবার অ্যাকাউন্ট হ্যাক, নাকি জুয়া প্রমোশনের ফিকির! শ্রদ্ধার সন্দেহজনক টুইটে ধন্দে অনুরাগীরা

সম্প্রতি শ্রদ্ধার এক্স (আগের নাম ‘টুইটার’) হ্যান্ডেলের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি হ্যাক হল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট?

আবার অ্যাকাউন্ট হ্যাক, নাকি জুয়া প্রমোশনের ফিকির! শ্রদ্ধার সন্দেহজনক টুইটে ধন্দে অনুরাগীরা

শ্রদ্ধা কাপুরের সন্দেহজনক টুইট

শেষ আপডেট: 26 March 2025 08:39

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Bollywood actor Shraddha Kapoor) সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। নিজের বিনা মেকআপ লুকের ছবি হোক বা ছবি প্রমোশন, অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন জীবনের নানা ছোটখাটো মুহূর্ত। সম্প্রতি শ্রদ্ধার এক্স (আগের নাম ‘টুইটার’) হ্যান্ডেলের একটি পোস্ট (Tweet) ঘিরে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি হ্যাক (Hack) হল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (X account)?

কী টুইট করেছেন শ্রদ্ধা?

২৫ মার্চ শ্রদ্ধা (Shraddha Kapoor) এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ইজি $২৮, জিজি’। স্বাভাবিকভাবেই অনুরাগীরা বুঝতে পারছেন না এর মানে কী হতে পারে! কেউ কেউ ভাবছেন, তাঁদের প্রিয় অভিনেত্রীর অ্যাকাউন্ট বোধহয় হ্যাক হয়েছে। কারো মতে, এটা হয়ত এআই গ্রোকের (AI Grok) কাজ। কেউ আবার কমেন্ট করেছেন, ‘অ্যাকাউন্ট হ্যাক, নাকি কোনও রহস্য রয়েছে?’

একজন এক্স ব্যবহারকারী এই রহস্যের মানে খোঁজার জন্য এআই গ্রোককে জিজ্ঞাসা করেছেন এই টুইটের (Cryptic tweet) মানে কী। এআই তখন উত্তর দিয়েছে, ‘শ্রদ্ধা কাপুরের টুইট ‘ইজি $২৮, জিজি’-এর মানে তিনি কোনও গেম বা রিওয়ার্ড অ্যাপ থেকে ২৮ ডলার জিতেছেন, জিজি-তে। জিজি (GG) মানে গুড গেম (Good Game), অর্থাৎ তিনি কোনও গেমে জিতেছেন। এইটুকু তথ্য থেকে টুইটের উদ্দেশ্য স্পষ্ট না হলেও, গেম থেকে কোনও রিওয়ার্ড পেয়েছেন, আপাতত এটাই বোঝা যাচ্ছে।’

কারোর এটা থেকে মনে হয়েছে টুইটটির (Twwet) সঙ্গে কোনওভাবে বেটিং-এর সঙ্গে সংযোগ থাকতে পারে। একজন ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন, ‘জুয়া খেলা প্রচার করা বন্ধ করুন।’ তার উত্তরে কমেন্টও এসেছে, ‘শুধু ২৮ ডলারে বেট?’

এক শ্রদ্ধা-অনুরাগী (Shraddha Kapoor fan) এআই গ্রোককে (AI Grok) জিজ্ঞাসা করে নিশ্চিত হতে চেয়েছেন শ্রদ্ধার অ্যাকাউন্ট সত্যিই হ্যাক হয়েছে কিনা। তার উত্তরে এআই জানিয়েছে, ‘শ্রদ্ধা কাপুরের অ্যাকাউন্ট সম্ভবত হ্যাক হয়েছে। মার্চের ২৫ তারিখে তাঁর টুইট ‘ইজি $২৮, জিজি’ বেশ অদ্ভুত। যেরকম সাধারণত তিনি ছবি প্রমোশন বা রোজকার জীবনের নানা তথ্য শেয়ার করে থাকেন, এটা তেমন নয়। কোনও গেমিং ল্যাঙ্গুয়েজ বা টাকার তথ্য, তাঁর পোস্টের ধরন নয়। যদিও এখনও কোনও অফিশিয়াল তথ্য নেই, তবে সেইদিকেই এই পোস্ট হ্যাকের দিকেই ইঙ্গিত করছে।’

‘আশিকি ২’ খ্যাত শ্রদ্ধার তরফ থেকে যদিও এই অদ্ভুত পোস্ট সংক্রান্ত বিষয়ে কোনও সাড়া পাওয়া যায়নি।


ভিডিও স্টোরি