শেষ আপডেট: 21st October 2024 19:06
দ্য ওয়াল ব্যুরো: গত দু’দশকে বলিউডে সৌন্দর্যের পরিবর্তে অভিনেতার অভিনয়ের উপরই বেশি নজর দিচ্ছেন ছবি নিমার্তারা। যদি তা না হত, তাহলে নওয়াজ়উদ্দিন সিদ্দিকির মতো অভিনেতারা মূলধারার ছবিতে হয়তো জায়গা পেতেন না। এমনটা অভিনেতা নিজেই বলেছেন একাধিক সাক্ষাৎকারে।
‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত অভিনেতা নিজেকে নায়ক ভাবতেই পারেন না। সব সময় বিভিন্ন জায়গায় তাঁকে এই বিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছে, যে তিনি নিজেকে হিরো হিসেবে ভাবতেই পারেন না। কারণ একজন হিরো যেমন দেখতে হয়, তিনি নাকি তেমন নন। এবার অন্য এক বিষয়ে মুখ খুলতে শোনা গেল তাঁকে।
তাঁর মতে, দিনের পর দিন কাজ করে গিয়েছেন, কিন্তু তাঁকে পারিশ্রমিক দেওয়া হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি ফিল্মজগতের পাশাপাশি বিভিন্ন প্রযোজনা সংস্থার বিরুদ্ধেও সরব হন নওয়াজ়। সেখানে তিনি বলেন, 'কেরিয়ারের গোড়ার দিকের অভিজ্ঞতা শেয়ার করি। সেই সময় শুটিং সেটে নাকি তারকা এবং পার্শ্বচরিত্রের জন্য আয়োজনের আকাশপাতাল পার্থক্য ছিল। দু’পক্ষের মধ্যে স্পষ্ট ভেদাভেদ লক্ষ করতাম।'
তিনি আরও বলেন, 'কেরিয়ারের শুরুতে যখন ছোটখাটো চরিত্রে অভিনয় করতাম, তখন দেখতাম দুপুরে খাওয়ার সময় তারকারা তাঁবুঘেরা একটি জায়গায় চলে যেতেন। সেখানে কী হয়, তা দেখার ইচ্ছে সব সময়ই আমার ছিল। তাই একদিন উঁকি দিই। ওমন কিছু দেখব, তা আমি ভাবতেও পারিনি। তারকাদের জন্য আয়োজন করা হয়েছে এলাহি সমস্ত খাবারের।'
সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে উনি বলেন, 'জুনিয়র আর্টিস্ট হিসেবে সেখানে যাওয়ায় আমাকে হেনস্থার শিকার হতে হয়েছে। তাঁবুর সামনে থাকা নিরাপত্তাকর্মীরা আমার জামার কলার ধরে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেন। যদিও এখন সেই সব ভাবলে মুখে একটা মুচকি হাসি চলে আসে। ভাবি আজ আমি যেখানেই আছি, সবটাই নিজের পরিশ্রমে।'
পারিশ্রমিক নিয়ে আলোচনা করতে গিয়ে অভিনেতা সেই সাক্ষাৎকারে বলেন, 'কেরিয়ারের শুরুতে বিনা পারিশ্রমিকেও কাজ করেছি বহুদিন। রামগোপাল বর্মা পরিচালিত ‘জঙ্গল’ ছবিতে অভিনয় করেছিলাম। অভিনয় করলেও কাজ শেষ হওয়ার পর কোনও পারিশ্রমিক পাইনি।'