শেষ আপডেট: 16th April 2025 20:56
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং বিশ্বসুন্দরী-অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwariya Rai Bachchan) সম্পর্কে শ্বশুর-পুত্রবধূ, সে কথা তো ২০০৭ সালের পর থেকে আজ আর অজানা নয়। তবে তাঁদের সম্পর্কের রসায়ন খুব একটা প্রকাশ্যে আসে না। সাক্ষাৎকার তো দূর, সোশ্যাল মিডিয়াতেও তাঁদের বিশেষ চোখে পড়ে না। তাও মাঝে মাঝেই ছোট ছোট মুহূর্তে ধরা পড়ে তাঁদের মধুর বন্ধন।
২০২৪ সালের ডিসেম্বরে, মুম্বইয়ে নাতনি আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অমিতাভকে হাঁটতে সাহায্য করছিলেন এবং তাঁকে হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন পুত্রবধূ ঐশ্বর্যা। অনুরাগীদের নজর কেড়েছিল সেই দৃশ্য।
বাবা-মেয়ের এই মিষ্টি সম্পর্ক অবশ্য সিনেমার পর্দাতেও ধরা পড়েছিল অনেক আগেই। ২০০০ সালে ‘মহব্বতেঁ’ ছবিতে ঐশ্বর্যার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। রাগী, কঠিন প্রিন্সিপ্যালের মুখোশের আড়ালে লুকিয়ে ছিল এক বাবার নীরব ভালোবাসা, যা বাস্তবের যে কোনও বাবা-মেয়ের সম্পর্কের মতোই গভীর।
পরে যখন ঐশ্বর্যা বিয়ে করেন অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan), তখন তিনি হয়ে উঠেছিলেন এই পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ২০১৯ সালে এক অনুষ্ঠানে অমিতাভ বলেছিলেন, ‘আমাদের কাছে কিছুই বদলায়নি। যেন এক মেয়ে বাড়ি থেকে গেল এবং আরেক মেয়ে এল।’
অমিতাভ বরাবরই তাঁর কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে (Sweta Bachchan Nanda) নিয়ে প্রকাশ্যেই তাঁর আবেগ-ভালবাসা প্রকাশ করেন। শ্বেতার সঙ্গে ছবি পোস্ট করেন, খোলামেলা প্রশংসাও করেন। কিন্তু ঐশ্বর্যাকেও যে তিনি সমান ভালবাসেন, তা বোঝা যায় পারিবারিক উৎসব-জন্মদিণে। বিশেষ উপলক্ষে ঐশ্বর্যার পোস্ট করা ছবিতে প্রায়শই এক ফ্রেমে দেখা যায় তাঁকে, ঐশ্বর্যাকে, আরাধ্যাকে আর অভিষেককে।
২০২০ সালে পুরো বচ্চন পরিবার করোনায় আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হন অমিতাভ। ভর্তি হতে হয়েছিল অভিষেক, ঐশ্বর্যা এবং আরাধ্যাকেও। পরে ঐশ্বর্যা ও আরাধ্যা যখন হাসপাতাল থেকে ছাড়া পান, তখন অমিতাভ আবেগ ধরে রাখতে পারেননি। টুইট করেছিলেন, ‘আমাদের ছোট্ট মেয়েটা আর বৌমা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, চোখের জল বাঁধ মানছে না। প্রভু আপনার অসীম কৃপা।’
প্রসঙ্গত, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে অনন্ত অম্বানির বিয়েতে বচ্চন পরিবারে ফাটলের গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিউডের অভ্যন্তরে। অনন্তের বিয়েতে অমিতাভ, অভিষেকদের সঙ্গে না গিয়ে আলাদাভাবে পৌঁছন ঐশ্বর্যা ও আরাধ্যা। সেই থেকেই শুরু হয় জল্পনা, হয়তো সব ঠিক নেই অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কে। তবে তা নিয়ে বচ্চন পরিবারের কেউ মুখ খোলেননি, আবার কিছু অস্বীকারও করেননি। পরে বিভিন্ন অনুষ্ঠানে জনসমক্ষে আবার তাঁদের একসঙ্গে দেখা দিতে শুরু করলে গুঞ্জন থেমেও যায়।