Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'বিশ্বাসে মিলায় বস্তু,' ১১এ সিট নিয়ে কাড়াকাড়ি, নাজেহাল বিমান সংস্থা থেকে ট্রাভেল এজেন্সিমালিক কর্তৃপক্ষকে বেধড়ক মার, ভাটপাড়ায় বন্ধ হয়ে গেল অকল্যান্ড জুটমিল, গ্রেফতার তিন'অক্ষয়ের সঙ্গে কাজ করতে পারব না', হঠাৎ কেন একথা বললেন শাহরুখ?কানাডা সহ তিন দেশে সফর মোদীর, 'অপারেশন সিঁদুর'-এর পর এই প্রথম বিদেশযাত্রা‘AI 171’ নম্বর আর থাকবে না, আমদাবাদের দুর্ঘটনার পর ফ্লাইট নম্বর বাতিল করল এয়ার ইন্ডিয়াWTC Final: অজিদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন চোকার্সরাই'মহেশতলায় ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে', আইনি পথেই মোকাবিলার হুঁশিয়ারি শুভেন্দুর‘নীল আকাশের পরি’ দুই বিমানকর্মীর মৃত্যু মণিপুরে কুকি-মেইতেই বিভেদকে শোকের সুতোয় জুড়ে দিলহাওড়ায় সিভিক ভলান্টিয়ারকে কান ধরে ওঠবোস: গ্রেফতার ২, ক্লোজ করা হল ওসিকেএবার থেকে স্যার বেকহ্যাম, নাইটহুড পেলেন ম্যান ইউ কিংবদন্তি
Vijay Raj-Sexual harrasement

অভিনেতা বিজয় রাজ নির্দোষ! যৌন হেনস্থার মামলায় মিলল মুক্তি

বলিউড অভিনেতা বিজয় রাজকে যৌন হেনস্থার অভিযোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ঘোষণা করল মহারাষ্ট্রের গন্ডিয়া আদালত। বিদ্যা বালান অভিনীত 'শেরনি' সিনেমার শুটিং চলাকালীন এক সহ-অভিনেত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার গন্ডিয়ার অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট মহেন্দ্র কেশাও সরতে জানিয়ে দেন যে, এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

অভিনেতা বিজয় রাজ নির্দোষ! যৌন হেনস্থার মামলায় মিলল মুক্তি

বিজয় রাজ

শেষ আপডেট: 16 May 2025 14:28

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা বিজয় রাজকে যৌন হেনস্থার অভিযোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ঘোষণা করল মহারাষ্ট্রের গন্ডিয়া আদালত। বিদ্যা বালান অভিনীত 'শেরনি' সিনেমার শুটিং চলাকালীন এক সহ-অভিনেত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার গন্ডিয়ার অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট মহেন্দ্র কেশাও সরতে জানিয়ে দেন যে, এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।


এই মামলার পেছনের ঘটনা ২০২০ সালের নভেম্বর মাসের। অভিযোগ ছিল, বিজয় রাজ সেই সহ-অভিনেত্রীকে তাঁর অনুমতি ছাড়াই স্পর্শ করেছিলেন, তাঁর মাস্ক ঠিক করে দিচ্ছিলেন এবং তাঁর শারীরিক গঠন নিয়েও মন্তব্য করেছিলেন। এরপর ওই মহিলা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং রামনগর থানায় এফআইআর দায়ের করেন। রাজকে ৪ নভেম্বর, ২০২০-তে মধ্যপ্রদেশের বালাঘাট থেকে গ্রেপ্তার করা হয়, যদিও সে দিনই তিনি জামিনে মুক্ত হন।


তদন্তে উঠে আসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
•    কোনও প্রত্যক্ষদর্শী সেই ঘটনা দেখেননি,
•    সিসিটিভি ফুটেজেও স্পষ্টভাবে কিছু ধরা পড়েনি,
•    অভিযোগকারী বিচার চলাকালীন মারা যান
•    অন্য সাক্ষীরা হয় বয়ান বদলান, নয় তো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেননি।


এই সব কারণেই আদালত মনে করে, অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট প্রমাণ নেই। বিজয় রাজের আইনজীবী সাভিনা বেদি সচর জানান, এই অভিযোগের কারণে রাজকে 'শেরনি'র শুটিং ছাড়তে হয় এবং তিনি একাধিক কাজ হারান। তাঁর মতে, এই ঘটনা দেখিয়ে দেয়, কারও বিরুদ্ধে রায় না হওয়া পর্যন্ত তাঁকে দোষী বলে ধরে নেওয়া কতটা ভুল। আদালত রাজের জামিননামা বাতিল করেছে, তাঁর জমানতের অর্থ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এবং সিসিটিভি ফুটেজ ধ্বংস করার নির্দেশ দিয়েছে। তবে ভবিষ্যতে আপিল হলে রাজকে যেন আদালতে হাজিরা দিতে হয়, তার জন্য ৭,০০০ টাকার একটি বন্ড জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
 


ভিডিও স্টোরি