শেষ আপডেট: 9th November 2024 17:55
দ্য ওয়াল ব্যুরো: পুজোয় তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। 'বহুরূপী', 'টেক্কা' ও 'শাস্ত্রী'। বক্স অফিসে কে কতটা সাফল্য লাভ করতে পেরেছে, তা নিয়ে প্রথম থেকে চলছিল জোর চর্চা। তবে প্রথম থেকেই 'বহুরূপী'-র শো ছিল অন্য দু'টি ছবির থেকে কিছু বেশি। সেক্ষেত্রে হিসেব বলছে, ১০ দিনের শেষে এই ছবির আয় হয়েছে ৬ কোটির কিছু বেশি।
অর্থাৎ এ কথা বলাই যায়, বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে উইনডোজ প্রোডাকশনের ছবি 'বহুরূপী'। তবে শুধুই দশ দিনের আয় কেন, ১ মাস পার করেও নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির সাফল্য আকাশ ছোঁয়া। যদিও মুক্তির এক সপ্তাহের মাথায় শিবপ্রসাদ জানিয়েছিলেন, এই ছবির তৈরীর খরচ উঠে আসবে শুধুমাত্র হল কালেকশন থেকেই। এমনকি তিনি এও জানান, এই ছবিটি ছিল উইন্ডোজ়-এর এতদিনের সবচেয়ে বেশি টাকার প্রোজেক্ট।
এক প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১ মাসের মাথায় গোটা দেশে ছবিটি প্রায় ১০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। এত ভালবাসা দেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েও উইনডোজ প্রোডাকশনের তরফে একটি পোস্ট করা হয়েছে।
এখন প্রশ্ন হল, তবে কি 'বহুরূপী'-র কারণে বাকি দুই ছবি 'টেক্কা' ও 'শাস্ত্রী' একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেনি? হিসেব বলছে, 'শাস্ত্রী'-র আয় এই দুই ছবির থেকে বেশ কম। এর প্রতিবেদনের দেওয়া তথ্য অনুযায়ী, বক্স অফিসে ইতিমধ্যেই ১৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'বহুরূপী'। ছবিটি ১২ কোটির গণ্ডি টপকে গিয়েছে বহুদিন আগেই।
এর আগে টলি বাংলা বক্স অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ছবিটি মুক্তির ৩ সপ্তাহ পার করতে না করতেই 'বহুরূপী'র আয় হয়েছিল ১২.৪২ কোটি টাকা। আর সেখানে 'টেক্কা'র ৩ সপ্তাহে মোট আয় ছিল ৪.৫ কোটি টাকা। 'শাস্ত্রী'র আয় ছিল ১.০৮ কোটি টাকা। সেক্ষেত্রে এই দুই ছবির থেকে যে অনেকটাই উপরে রয়েছে 'বহুরূপী', তা স্পষ্ট।
ফলে ‘উৎসবের ছবি’ হিসাবে ‘টেক্কা’র অনেক গুণাগুণ থাকলেও সে ছবিকে এ ক্ষেত্রে বেশি নম্বর দেওয়া গেল না। তার কারণ, সংলাপে প্রচুর অপশব্দের প্রয়োগ। পরিবারের সব বয়সের সদস্যকে নিয়ে এ ছবি একসঙ্গে বসে দেখতে হয়তো কিছুটা দ্বিধা বোধ করবেন অনেক দর্শকই। সেটাই হয়তো অন্য এক কারণ। তবে সব মিলিয়ে ‘টেক্কা’য় একটি বাংলা বাণিজ্যিক সফল ছবির মালমশলা সবটাই উপস্থিত। পুজোয় এ বার বক্স অফিসের লড়াই যতটা জমবে বলে মনে হয়েছিল। হিসেবের খাতায় ততটা হল না।