শেষ আপডেট: 2nd October 2024 11:29
দ্য ওয়াল ব্যুরো: চলছে আইফা অ্যাওয়ার্ডস ২০২৪-এর শো। উপস্থিত বহু তারকা। তারই মাঝে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করলেন ববি দেওল। শুধু তাই নয়, মঞ্চে উঠে কেঁদেও ভাসালেন। কিন্তু কেন? কী এমন ঘটল?
এবারের আইফায় ‘অ্যানিমাল’ ছবির জন্য সেরা খলনায়ক চরিত্রের পুরস্কার পেয়েছেন ববি দেওল। তাঁর নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই ববি দেওলের চোখ জল চলে আসে। অনুষ্ঠানের মাঝেই কেঁদে ফেলেন ববি দেওল। পুরস্কার নিতে যাওয়ার আগে স্ত্রী তানিয়া তাঁর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করে তাঁকে জড়িয়ে ধরলেন। বোঝালেন যে ববিই এই পুরস্কারের যোগ্য।
Guys you need to watch this????❤️
— NJ (@Nilzrav) September 28, 2024
BEST ACTOR IN A NEGATIVE ROLE#BOBBYDEOL???????? He had tears in his eyes, and then fans went crazy on something???????????? #IIFA2024 #ANIMAL pic.twitter.com/6wK6KaWRnC
তাঁদের এমন প্রেমের দৃশ্য নজর কাড়ল সেখানে থাকা তারকা থেকে দর্শকদের। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, সেরা খলনায়ক চরিত্রের জন্য ঘোষণা করা হল বলি দেওলের নাম। তিনি উঠে দাঁড়ানোর আগেই তাঁর স্ত্রী দু'গালে চুম্বন করলেন। তারপরেই ঠোঁটে ঠোঁট দিয়ে বেশ কিছুক্ষণ চুম্বন এঁকে দিলেন।
মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে দর্শকাসনে চিৎকার শুরু হল। আবদার একটাই, ‘জামাল কুদু’ নাচের স্টেপ দেখাতে হবে ববিকে। ফ্যানদের আবদারকে নাকচ না করে, স্টেজেই সেই গানে খানিক পা মেলালেন অভিনেতা। মাথায় গ্লাস নিয়ে জামাল কুদুর গানের সেই স্টেপ করে দেখালেন। তখনও চোখে জল ববির।