শেষ আপডেট: 5th March 2025 19:10
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে কখন, কার ভাগ্য বদলে যায়, বলা মুশকিল। বলিউড অভিনেতা ববি দেওলও সেই তালিকায় এক বড় উদাহরণ। একসময় যাঁকে নিয়ে সিনেমাপ্রেমীদের উন্মাদনা ছিল চরমে, তিনি হঠাৎই হারিয়ে যান রুপালি পর্দা থেকে। কেরিয়ারে ভয়ানক খারাপ সময়ের মুখোমুখি হয়েছিলেন ববি। এমনও সময় এসেছিল, যখন সংসার চলত তাঁর স্ত্রী তানিয়া দেওলের আয়ে।
নিজের হতাশা ভুলতে নেশার দিকেও ঝুঁকেছিলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল খোলাখুলি জানিয়েছেন তাঁর সেই দুঃসময়ের কথা। কাজের অভাবে তিনি ইন্ডাস্ট্রির লোকেদের কাছে হাত বাড়াতে বাধ্য হয়েছিলেন। বিভিন্ন পরিচালকের দরজায় কড়া নেড়েছিলেন কাজের জন্য।
কিন্তু কোনও সময়েই নিজেকে ছোট মনে করেননি। বরং তাঁর কথায়, খারাপ সময়ে নিজেকে ভাঙতে হয়, আর কাজ পাওয়ার জন্য এটা জরুরিও ছিল। এত চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে ভাগ্যের চাকা ঘুরেছে। ‘আশ্রম’ সিরিজে দুর্দান্ত অভিনয় করে নতুন করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ববি।
‘অ্যানিম্যাল’-এ দুর্দান্ত অভিনয় করে ববি দেওল আবারও বলিউডে নিজের জায়গা পাকা করেছেন। কঠিন সময়ে কাজের অভাবে ইন্ডাস্ট্রির লোকেদের কাছে হাত পাততে হয়েছিল তাঁকে। তবে সমস্ত চড়াই-উতরাই পেরিয়ে তিনি প্রমাণ করেছেন, প্রতিভা আর পরিশ্রম কখনও বৃথা যায় না।