শেষ আপডেট: 28th January 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা বিশ্বনাথ বসুর গাড়ি ধাওয়া করে ভাঙচুরের অভিযোগ উঠল ক্লাব সদস্যদের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের একটি অনুষ্ঠানে গিয়ে এমন ভাবে স্থানীয়দের রোষে পড়ে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতা।
শনিবার বেলদার নেতাজি তরুণ সঙ্ঘ ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যান বিশ্বনাথ। সেখানে তাঁকে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মালা পরাতে বলা হয়। অভিনেতার দাবি ভুলবশত তিনি জুতো পরেই নেতাজির মূর্তিতে মালা দিতে যান। এর জন্য সঙ্গে সঙ্গে ক্ষমাও চান তিনি।
অভিনেতার কথায়, তিনি মঞ্চে উঠে নেতাজির স্মরণে কিছু কথাও বলেন, তাঁর উদ্দেশে শ্রদ্ধাও জানান। প্রায় দেড় ঘণ্টা অনুষ্ঠান চললেও কোনও সমস্যা তৈরি হয়নি। মঞ্চ থেকে নামতেই ক্লাবের সম্পাদক ও আরও কিছু লোকজন এসে অভিনেতাকে ফের জুতো খুলে মালা দিতে বলেন। তিনি জানান, তিনি ইতিমধ্যেই ভুল স্বীকার করেছেন। আর তাতেই চড়াও হন তাঁরা।
বিশ্বনাথের অভিযোগ, অভিনেতার ড্রাইভার ও দেহরক্ষীর গায়েও হাত তোলা হয়। এই নিয়ে শুরু হয় জলঘোলা। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে বাধ্য হয়ে গাড়ি নিয়ে চলে আসার চেষ্টা করেন বিশ্বনাথ। তখনই অভিনেতার গাড়ি ধাওয়া করে ভাঙচুর করে উত্তেজিত জনতা।
সংশ্লিষ্ট ক্লাবের সহ-সম্পাদক পল্লব মাইতির দাবি, বিশ্বনাথ নিজেই বলেছিলেন, অনুষ্ঠান শেষে তিনি জুতো খুলে আবার নেতাজি মূর্তিতে মালা দেবেন। যা তিনি করেননি। তাতেই জনগণ ক্ষেপে যায়। তবে এসবের মাঝে ক্লাবের লোকজনই দায়িত্ব নিয়ে ব্যারিকেড করে তাঁর গাড়ি বেরিয়ে যেতে সাহায্য করে।
গোটা ঘটনায় এখনও আতঙ্কিত বিশ্বনাথ বসু। জানা গিয়েছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।