শেষ আপডেট: 12th February 2024 16:21
দ্য ওয়াল ব্যুরো: ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ভালবাসা উদযাপনের দিন। এবার ভালবাসার দিনে প্রিয় মানুষটির সঙ্গে বাইরে না বেরিয়ে বাড়িতেই ডেটের প্ল্যান করেছেন! তাহলে তো ভাল খাবার, ভাল আলোর ব্যবস্থা, পরিপাটি করে ঘর সাজানো ছাড়াও চাই একসঙ্গে বসে দেখার মতো রোমান্টিক কিছু সিরিজের সন্ধানও। উপহার দেওয়া নেওয়ার পর্ব মিটলে, এই ভ্যালেন্টাইনস ডে'তে ভালবাসার মানুষের পাশে বসে দেখতে পারেন এই ওয়েব সিরিজগুলি।
১) পার্মানেন্ট রুমমেটস
মিকেশ আর তানিয়ার একসঙ্গে থাকার গল্প নিয়ে সিরিজ। খুনসুটি, কাজের ভাগ, ভালবাসা, ঝগড়া সবই দেখতে পাবেন এই সিরিজে। চারবছর ধরে লং ডিসটেন্স রিলেশনশিপে থাকার পর মিকেশ ফেরে আমেরিকা থেকে। ফিরেই তানিয়াকে বিয়ের প্রস্তাব দেয় মিকেশ। তবে তানিয়া এখনও বিয়ে করতে প্রস্তুত নয়। ফলে দুজনে একসঙ্গে থাকতে শুরু করে। আদৌ তাঁরা সারাজীবন একসঙ্গে থাকার যোগ্য হয়ে উঠবে কিনা সেই উত্তর পেতেই দেখতে হবে ‘পার্মানেন্ট রুমমেটস’।
কোথায় দেখবেন - টিভিএফ প্লে।
২) লিটিল থিংস
এই সিরিজের নাম শোনেন নি এমন যুগল খুব কম আছেন। ২০১৬ সালে প্রচারিত হওয়া এই ওয়েবসিরিজের অনেকগুলো সিজন রয়েছে। এই সিরিজে দেখানো হয়েছে 'লিটিল থিংস' অর্থাৎ জীবনে ছোট ছোট জিনিসের মাহাত্ম্য। ধ্রুব এবং কাব্য দুজন অনেকদিন ধরে সম্পর্কে রয়েছে। দুজন দুজনের কাজ সামলে কীভাবে তাঁরা একে অপরের পাশে থাকে, কীভাবে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করে বাঁচে এই নিয়েই গল্প।
কোথায় দেখবেন - নেটফ্লিক্স
৩) ব্রোকেন বাট বিউটিফুল
বীর এবং সামিরা দুজনেই দুজনের কাছের মানুষকে হারিয়েছে। তাঁরা দুজন একেবারেই এক ধরনের মানসিকতার মানুষ নয়, তাঁদের মধ্যে মিল শুধু এক জায়গাতেই। আর সেটি হল প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা। কীভাবে জীবনের রাস্তা তাঁদের মিলিয়ে দেবে এবং তৈরি হবে সুন্দর এক ভালবাসার আখ্যান, সেটাই দেখা যাবে এই সিরিজে।
কোথায় দেখবেন - এএলটি বালাজি।
৪) চিজকেক
সিরিজের নামটার মতো সিরিজের গল্পটাও খুব ‘চিজি’। ভ্যালেন্টাইনের সঙ্গে বসে দেখলে মন্দ হবে না আপনার হোম ডেট। এই সিরিজের গল্প কিন্তু কেবল সাধারণ ছেলে মেয়ের মধ্যে প্রেম নয়। এই সিরিজের স্টার হচ্ছে এক পোষ্য যে তাঁর মালিকদের মধ্যে ঝগড়া মিটিয়ে দুজনকে কাছাকাছি নিয়ে আসে।
কোথায় দেখবেন - এমএক্স প্লেয়ার।
৫) কলেজ রোম্যান্স
কলেজের প্রেম নিয়ে তৈরি এই সিরিজের থেকে বোধহয় পারফেক্ট বিঞ্জ ওয়াচ আর কিছু হতে পারে না এই ভ্যালেন্টাইনস ডে'তে। কলেজের বেশ কিছু বন্ধুদের মধ্যে থাকা বন্ধুত্ব, ভালবাসা এবং চুটিয়ে জীবন উপভোগ করাই হল এই সিরিজের প্রধান বিষয়।
কোথায় দেখবেন - টিভিএফ প্লে।