শেষ আপডেট: 3rd November 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো: বড় বিতর্কে জড়ালেন বিগ বস ওটিটি জয়ী এলভিস যাদব। রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। যদিও তাঁকে হাতেনাতে ধরতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৫১ এলাকার সেভরন ব্যাঙ্কোয়েটে।
ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি কোবরা, একটি পাইথন-সহ বেশ কয়েকটি বিষধর সাপ উদ্ধার করেছে। একইসঙ্গে উদ্ধার হয়েছে সাপের বিষও। অভিযোগ, ওই পার্টির আয়োজন করেছিলেন এলভিস যাদবই। যদিও এই ঘটনায় সরাসরি নিজের জড়িত থাকার ঘটনা অস্বীকার করেছেন বিগ বস ওটিটি জয়ী।
নয়ডা পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নয়ডার ওই ব্যাঙ্কোয়েটে হানা দেওয়া হয়। তখন সেখানে জোরকদমে চলছে রেভ পার্টি। ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেফতার করা হয়। বেশ ভাল পরিমাণেই মাদক উদ্ধার হয় তাঁদের কাছ থেকে।
একইসঙ্গে পুলিশ এও জানতে পেরেছে যে, সেখানে অভিযান চালানোর কিছুক্ষণ আগে পার্টিতে ছিলেন এলভিস যাদবও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এলভিসকে দেখা গিয়েছে হাতে সাপ নিয়ে দাঁড়িয়ে থাকতে।
সূত্রের খবর, বিজেপি সাংসদ মানেকা গান্ধী তাঁর এনজিও-র তরফে এলভিসের বিরুদ্ধে থানায় আলাদা করে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন, "এলভিস নিজের দোষ অস্বীকার করলেও আমরা নিশ্চিত ও এই কাণ্ডের মূল হোতা। আর এলভিস যদি দোষ না করত, তাহলে পালিয়ে গেল কেন? এই ঘটনায় কমপক্ষে সাত বছর জেল হওয়া উচিত।"
এদিকে গ্রেফতার হওয়া পাঁচজন অভিযুক্তই জেরায় এলভিসের জড়িত থাকার কথা স্বীকার করেছে। এরপরই এফআইআরে এলভিসের নাম যুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯, ৩৯, ৪৯, ৫০, ৫১ ও ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।