শেষ আপডেট: 23rd September 2024 17:27
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকদিন পরই দুর্গাপুজো। বাংলার সবচেয়ে বড় উৎসবে যোগ দিতে অধীর অপেক্ষায় শহর কলকাতা-সহ গোটা বাংলা। এই দুর্গাপুজোয় আনন্দে সামিল হবে বিগ এফ এমও। কিন্তু একটু অন্যভাবে। পরিবেশ বাঁচাতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে এবার তারা। আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষার দায়িত্ব নিয়েছে এই সংস্থা। তাদের হাত ধরে প্লাস্টিক মুক্ত হবে শহরের রাস্তাঘাট। তা দিয়ে আবার তৈরি হবে প্রতিমাও।
'বিগ গ্রিন দুর্গা' নামে একটি ক্যাম্পেন শুরু করেছে বিগ এফ এম। স্কুল, কলেজ, বাজার থেকে প্লাস্টিক সংগ্রহ করা হবে। সেই প্লাস্টিক দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে প্লাস্টিক পুনর্ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে এই সংস্থা। পুজো শেষে সেই প্রতিমা দান করে দেওয়া হবে কোনও সরকারি বা কর্পোরেট সংস্থাকে।
এই ক্যাম্পেনের ফলে পরিবেশ বাঁচবে ও একই সঙ্গে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশাবাদী সংস্থার সদস্যরা। ক্যাম্পেনটি সম্প্রতি কলকাতার দ্য অ্যাস্টর-এ জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর হাত ধরে লঞ্চ হয়।
এনিয়ে অপরাজিতা বলেন, 'এই ক্যাম্পেনের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি যাই করি, পরিবেশের কথা মাথায় রেখে করার চেষ্টা করি। তাই এই ক্যাম্পেন আরও অনুপ্রেরণা জুগিয়েছে। প্লাস্টিক সংগ্রহ ও তা দিয়ে প্রতিমা তৈরির ভাবনা অভিনব। এমন এক বিষয় নিয়ে কাজ করার জন্য সংস্থার সকলকে ধন্যবাদ জানাই। এভাবেই সকলে মিলে পরিবেশ রক্ষায় কাজ করি ও দুর্গাপুজো উদযাপন করি আসুন।'