শেষ আপডেট: 8th November 2024 19:30
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলিতে মুক্তি পেয়েছে ভুল ভুলাইয়া থ্রি ও রোহিত শেট্টির সিংঘম অ্যাগেইন। দুই ছবিই তেমন ভাল প্রতিক্রিয়া না পেলেও বক্স অফিসে টক্কর দিচ্ছে সেয়ানে সেয়ানে। দীপাবলির মরশুমে ব্যবসাও করছে জমিয়ে। সপ্তাহ শেষে ভুল ভুলাইয়া থ্রির থেকে বক্স অফিসে এগিয়ে সিংঘম।
শুক্রবার অর্থাৎ আজ ছিল এই দুই ছবিরই অষ্টম দিন। এদিন পর্যন্ত ভুল ভুলাইয়া আয় করেছে ১৫৮.২৫ কোটি। সিংঘম আয় করেছে ১৭৩ কোটি। বিদেশেও এই দুই ছবিই আয় করেছে বেশ ভাল। যা দেখে খুশি ছবির নির্মাতারা।
এর আগে মঙ্গলবার সিনেমাটি দুটির প্রেক্ষাগৃহে চলার পঞ্চম দিন ছিল। যাতে ভুল ভুলাইয়া ৩ ভারতে আয় করেছিল ১৩.৫০ কোটি টাকা। বেশি হল পেয়েও সিংঘম এগেইন আয় করে একই টাকা। পরে অবশ্য এই অঙ্কে হেরফের হতে শুরু করে। শুক্রবার অর্থাৎ আজ সিংঘম ভুল ভুলাইয়ার থেকে প্রায় ১৫ কোটি টাকা বেশি আয় করেছে।
ভুল ভুলাইয়া থ্রি নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা ছিল শুরুতে, পরের দিকে তা কমতে শুরু করে কিন্তু দীপাবলির বাজারে বক্স অফিসে ভাটা পড়েনি। বিদ্যা বালানের কামব্যাককে তুরুপের তাস বানালেও গল্পে ও পুরো গল্প ফুটিয়ে তোলায় খামতি থাকায় দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি।
এদিকে, রোহিত শেট্টির কপ ইউনিভার্সের অংশ সিংহম এগেইন। ছবিটি সিংঘম সিরিজের তৃতীয় ছবি। অজয় দেবগন ছাড়াও এই ছবি অভিনয় করেছেন করিনা কাপুর খান, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, টাইগার শ্রফ ও অর্জুন কাপুর। এই ছবিও খুব ভাল রিভিউ পায়নি কিন্তু সপ্তাহ শেষে এগিয়ে বক্স অফিস কালেকশনে।