শেষ আপডেট: 18th October 2024 12:34
দ্য ওয়াল ব্যুরো: ভুল ভুলাইয়া ৩-এর ট্রেলার প্রকাশ পেতেই, তা মন জিতেছে সবার। চলতি বছরের নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কমেডি-হরর ঘরানার ছবি ‘ভুল ভুলাইয়া ৩’। রুহু বাবার সঙ্গে এই ছবির হাত ধরে আলাপ হবে মঞ্জুলিকার।
ছবিতে দেখা যাবে বিদ্যা বালানকে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব -সহ অন্যান্যরা। টিজারে মিলল 'আমি যে তোমার' গানের ঝলক। সঙ্গে থাকছে ভুল ভুলাইয়ার সবচেয়ে জনপ্রিয় গান 'হরে রাম হরে রাম' গানটি।
বড় পর্দায় এই দুই চরিত্রকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুল ভুলাইয়া’ ছবিতে মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন বিদ্যা বালন। প্রায় ১৭ বছর পর আবার একই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। গল্পটা এবার 'কালাজাদু'কে কেন্দ্র করে। ইতিমধ্যেই ট্রেলারে বিদ্যার মুখে বাংলায় শাঁকচুন্নি বলতে শোনা গিয়েছে।
সেই থেকেই প্রশ্ন তুলেছেন অধিকাংশ নেটিজেন। 'বাঙালি মানেই কি কালাজাদু?' যদিও তা নিয়ে বিশেষ কিছু সমালোচনা তৈরি হয়নি। উঠে এসেছে একের পর এক এমনই প্রসঙ্গ। হরর কমেডি হিসেবে 'স্ত্রী ২' এবং 'মুঞ্জা' চলতি বছর বক্স অফিসে বিরাট সাফল্যের মুখ দেখেছে। তাঁদের গল্পতেও দেখা গিয়েছে একজন ওঝা আর একজন মহিলা ডায়নিকে নিয়ে। ফলে নেটিজেনদের মধ্যে উঠছে একাধিক প্রশ্ন। প্রতি ছবিতে এভাবেই কেন বাঙালি মেয়েকে ডায়নি বা ভূত হিসেবে দেখানো হচ্ছে?
যদিও এই প্রশ্ন নিয়ে ছবি নির্মাতাদের কখনওই মুখ খুলতে শোনা যায়নি। ছবির শুরুতেই লেখা থাকে, 'সব চরিত্র কাল্পনিক। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।' তা সত্ত্বেও কখনও কখনও এমন কিছু চরিত্রকে ক্রমাগত তুলে ধরা হয়, যা থেকে জনসমাজে ভুল বার্তা পৌঁছায়। শুধু এই ধরনের হরর কমেডি সিনেমাগুলো বলে নয়, বিভিন্ন ক্ষেত্রেই একথা শোনা যায়, যে বাঙালিদের সঙ্গে কালাজাদুর বিশেষ এক সম্পর্ক রয়েছে। ফলে এই ধরনের সিনেমা আসায় সেই বার্তা আরও জোরালো হয়ে ওঠে।