শেষ আপডেট: 28th September 2024 12:09
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় গালাগালি করছেন বিদ্যা বালান। পিছন থেকে কথা বলছেন কার্তিক আরিয়ান। চারিদিকে ভৌতিক পরিবেশ। হ্যাঁ ভূতের গল্পের কথাই হচ্ছে। কারণ মুক্তি পেয়েছে ভুলভুলাইয়া ৩-এর টিজার। যা দেখে উচ্ছসিত দর্শক। দিন গুনছে মুক্তির।
টিজার শুরু হচ্ছে বিদ্যা বালানের বাংলায় গালাগাল দিয়ে। তারপরই কার্তিক আরিয়ান বলছেন, 'কী ভাবছেন গল্প শেষ হয়ে গেছে?' দরজা তো বন্ধ হয়ই খোলার জন্য। খুলতে চলেছে ভুলভুলাইয়ার দরজা। আবার খেলা দেখাবে মঞ্জুলিকা। আসছে রুহ বাবাও।
ছবিতে দেখা যাবে বিদ্যা বালানকে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব -সহ অন্যান্যরা। টিজারে মিলল 'আমি যে তোমার' গানের ঝলক। সঙ্গে থাকছে ভুলভুলাইয়ার সবচেয়ে জনপ্রিয় গান 'হরে রাম হরে রাম' গানটি।
আনিস বাজমি পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছর দীপাবলিতে। শোনা যাচ্ছে এতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে।