শেষ আপডেট: 7th April 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: রবিবারের ঠাকুরপুকুর বাজার। আচমকাই নো-এন্ট্রি বোর্ডকে তোয়াক্কা না করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে এক কালো রঙের গাড়ি। পথচলতি সাধারণ মানুষকে ধাক্কা মেরে পিষে পালিয়ে যাওয়ার মুহূর্তেই পড়ে যায় ধরা! এরপরের ঘটনা সম্পর্কে সকলেই প্রায় ইতিমধ্যেই জেনে গিয়েছেন। আহত বেশ কয়েকজন, নিহত এক। ঘটনায় রয়েছে টলি-যোগ। চালকের আসনে ছিলেন সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। এ নিয়ে টলিউডের বেশির ভাগ যখন মুখে কুলুপ এঁটেছেন। তখন মুখ খুললেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
টলিউডের অন্দর কি সত্যিই নেশার আঁতুড়ঘর? মদ্যপ হওয়া সত্ত্বেও কেন হাতে স্টিয়ারিং? একগুচ্ছ প্রশ্ন, উত্তর অজানা! দ্য ওয়ালকে ভাস্বর বললেন, "গতকাল থেকেই আর বসে থাকতে পারছি না। বারবার করে যখন সরকার থেকে বলা হয়েছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করা যায় না, সেখানে দাঁড়িয়ে তাঁদের ভুলের জন্য একটা প্রাণ চলে গেল! টিআরপি বেড়েছে বলে এমন মাতোয়ারা হয়ে মদ খেলাম যে হুঁশটাই গায়েব হয়ে গেল!"
প্রসঙ্গত, রবিবার দ্য ওয়ালকে অভিনেতা আরিয়ান ভৌমিক জানিয়েছিলেন, গত শনিবার রাতে সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'ভিডিও বৌমা'র টিআরপি বাড়ায় গোটা টিম হাজির হয়েছিল শহরের এক পানশালায়। সেই টিমে ছিলেন, ভিক্টো, অভিনেত্রী ঋ সেনগুপ্ত, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা ও আরিয়ান নিজেও।
ভাস্বর যোগ করেন, "কোনও হুঁশ নেই। নো এন্ট্রি দিয়ে গাড়ি ঢুকিয়ে দিল! লোক মারতে মারতে চলে গেল! এদের অনেকের সঙ্গে কাজ করেছি ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। এতটাই নেশা যে মানুষদের মারতে মারতে চলে গেল। তোমার মদ খেতে ইচ্ছে করছে খাও! যা ইচ্ছে কর। তোমার এত পয়সা, নেশা করার পয়সা আছে, ড্রাইভার নেওয়ার পয়সা নেই! তোমাকে নিজেই চালাতে হল!" জানা গিয়েছে, ভিক্টো যখন ড্রাইভার সিটে ছিলেন তখন সেই গাড়িতে স্যান্ডি বা আরিয়ান ছিলেন না। ছিলেন শ্রিয়া বসু। আপাতত তাঁরা দু'জনেই পুলিশি হেফাজতে। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রিজন ভ্যানে ওঠার সময়ও হুঁশ হারিয়েছেন শ্রিয়া। মাটিয়ে পড়ে যাচ্ছেন, পোশাকও অবিন্যস্ত। আর তাতেই বিরক্ত ভাস্বর। একটা ড্রাইভার নিলেই তো সমস্যার সমাধান হয়ে যেত! বারেবারে বলছেন তিনি! তাঁর কথায়, "সঙ্গে যারা যারা ছিল তাঁদের প্রত্যেককে আদালতে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা উচিৎ, তাঁরা কেন এই বেলেল্লাপনার মধ্যে সামিল ছিল? কেন বারণ করল না! কে কী প্রতিবাদ করছে আমি জানি না! তবে আমি বলব। আরও একশোবার বলব! জোর গলায় বলব অন্যায় হয়েছে!"