শেষ আপডেট: 21st September 2024 19:01
দ্য ওয়াল ব্যুরো: ভারতী সিং মঞ্চে আসা মানেই মুহূর্তের মধ্যে সবার সমস্ত দুঃখ-কষ্ট গলে জল হয়ে যাওয়া। খুব মন খারাপও নিমেষের মধ্যে হাসিতে পাল্টে দিতে পারে ভারতী। যে সবার মুখে হাসি আনতে পারে, তার জীবনের গল্প শুনলে চোখে জল আসবে।
ভারতী এমন একজন তারকা যিনি সব সময় হাসিমুখে সকলকে বিনোদন দিয়ে চলেছেন। এক একটা শো করতে বর্তমানে তিনি প্রচুর পারিশ্রমিক নেন। কিন্তু তাঁর শৈশব কেটেছে চরম আর্থিক সঙ্কটে। দু'বেলা ঠিকমতো খাবার জুটত না। এমনটা নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন কমেডি ক্যুইন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'ছোটবেলায় বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। খুব অল্প বয়সেই বাবাকে হারিয়েছি। তাই সংসার চালানোর দায়িত্ব আমার মায়ের উপর আসে। এতটাই ছোট ছিলাম যে, মাকে কোনওভাবেই আর্থিক সাহায্য করতে পারিনি।'
তিনি আরও বলেন, 'বাবা চলে যাওয়ার পর মা লোকের বাড়ি বাড়ি গিয়ে বাসন ধুতেন। বিভিন্ন কাজ করে দিতেন। আমি সব সময় মনে করি পৃথিবীতে সব কিছু হারিয়ে যাক। শুধু মা যেন থেকে যায়। যে টাকা আছে সেটাও চলে যাক। আমার যা ট্যালেন্ট আছে, আমি আবার কিছু করে নিতে পারব। কিন্তু মা যেন কোনও দিন না যায়। ভগবান সবার মাকে রেখে দিক।'
কমেডি ক্যুইন ভারতী একাধিক সাক্ষাৎকারে তার শৈশবের কষ্টের কথা বলেছেন। তাঁর মুখে খাবার তুলে দেওয়ার জন্য তাঁর মাকে কতটা কঠোর পরিশ্রম করতে হয়েছে, সে সম্পর্কেও একাধিক শো-তে তাঁকে বলতে শোনা গিয়েছে।