Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মোহনবাগানের উপর থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা, নতুন ফুটবলার নিতে বাধা নেই আরইজরায়েলি হামলায় তছনছ ঘনিষ্ঠ বৃত্ত, ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন আয়াতোল্লাহ খামেনিএখনই নিকেশ নয় খামেনিকে, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের নির্দেশ ট্রাম্পেরকসবায় স্ত্রী, পুত্রকে নিয়ে আত্মঘাতী বৃদ্ধ? মিলল 'সুইসাইড নোট'! কী লেখা তাতে?'হিরামান্ডি' ব্লকবাস্টার হিট, কিন্তু তারপর আর কাজ পাচ্ছেন না অদিতি, বলছেন, 'অপেক্ষায় আছি'কসবায় ট্যাংরা-কাণ্ডের ছায়া! একই ফ্ল্যাট থেকে উদ্ধার তিনজনের দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য১ জুলাইয়ের মধ্যে পে কমিশনের সুপারিশ রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ, রাজ্যকে হাইকোর্ট১৮ বছর পর আবার যুদ্ধের আবহে বলিউড, ফটো সেশনে 'বর্ডার ২' ছবির তারকারা, কারা থাকছেন?ডিএ মেটাতে ঋণের পথে নবান্ন?OBC: নিয়োগ প্রক্রিয়া অচল করার চেষ্টা, বিচারপতি মান্থার 'নিরপেক্ষতা' নিয়ে প্রশ্ন তৃণমূলের
Best Bengali Song of 2023

২০২৩ সালেও বাঙালিকে সেরার সেরা গানটি দিল বাংলাদেশই, এই নিয়ে পর পর দু’বছর

২০২৩ সালে বাঙালির মনকে ফের দোলা দিয়ে গেল ওপার বাংলার নদী, খাল বিল, প্রকৃতির মায়া মাখানো আবেগ ভরা গান ‘নি্ঠুর মনোহর’।

২০২৩ সালেও বাঙালিকে সেরার সেরা গানটি দিল বাংলাদেশই, এই নিয়ে পর পর দু’বছর

শেষ আপডেট: 22 December 2023 17:04

দ্য ওয়াল ব্যুরো: ওপার বাংলা আর এপার বাংলা শুধু নয়, তামাম বাঙালি জাতিকে বেঁধে রাখল সেই গানই। কাঁটাতারের বেড়া, ইস্টবেঙ্গল-মোহনবাগান, ঘটি-বাঙালের সীমারেখা মুছে ফেলে সেই পরিসরে সবাই মিলেমিশে একাকার।

২০২২ সালে বাংলাদেশে মুক্তি পেয়েছিল চঞ্চল চৌধুরী ও নাজিফা তুশি অভিনীত ছবি ‘হাওয়া’। সেই ছবির জন্য চঞ্চল-নাজিফা প্রশংসা পেয়েছিলেন ঠিকই, কিন্তু ‘সাদা সাদা কালা কালা’ গানটি অদ্ভূত মাদকতা তৈরি করেছিল। সেই রেশ এখনও যেন সতেজ, সবুজ।

‘সাদা সাদা কালা কালা’ আসল গানটি শুধু ইউটিউবেই এখনই পর্যন্ত ৬৩ মিলিয়ন ভিউ হয়েছে। গানটি পরে অন্য শিল্পীরা যখন গেয়েছেন বা ফেসবুক, ইনস্টা রিলে ব্যাকগ্রাউন্ড হিসাবে বেজেছে, তখনও সুপারহিট। সোশাল মিডিয়ায় সেই সব হিসাব ধরলে তা খুব করে অন্তত ২০০ মিলিয়ন ছাড়াবে।

‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়েছেন এরফান মৃধা শিবলু। ওই গান মুক্তি পাওয়ার পর রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছেন তিনি।

হাওয়া ছবিটি ছিল বড় প্রযোজনা সংস্থার। তাদের বিপণন কৌশলের কাছে একক প্রচেষ্টার তুলনা করলে ভুল হবে। কিন্তু সেই একক প্রচেষ্টায় ২০২৩ সালে বাঙালির মনকে ফের দোলা দিয়ে গেল ওপার বাংলার নদী, খাল বিল, প্রকৃতির মায়া মাখানো আবেগ ভরা গান ‘নি্ঠুর মনোহর’। যে গানের কথা এরকম—

“যদি দেখার ইচ্ছা হয়/তোমার নিঠুর মনে লয়/কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়।
আমি জল ভরিবার ছল করিয়া/দেখব নয়ন ভরিয়া.. জল ভরিবার,
আমি জল ভরিবার ছল করিয়া/দেখব নয়ন ভরিয়া, দেইখো আসিয়া”।

ঈশান মজুমদার শুধু গানটি গেয়েছেন এমন নয়, কথা ও সুরও তাঁর। সেই সুরে অবশ্য পুরনো শ্যামাসঙ্গীতের সুরের ছোঁয়া রয়েছে। কিন্তু তাতে কী! গানটা যে সমগ্র বাঙালিকে জাতির মন ছুঁয়ে গিয়েছে সেটাই আসল।

ঈশানের গানও সমাজমাধ্যমের পরিসংখ্যানে হয়তো ‘সাদা সাদা কালা কালা’-কে ছুঁতে পারেনি। তাও নয় নয় করে ‘ইশানের গান’ ইউটিউব হ্যান্ডেল থেকে তা ৮ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। এ ছাড়াও ইউটিউব, শেয়ার চ্যাট, ফেসবুক, টুইটার সব সমাজ মাধ্যম মিলিয়ে ভিউ হয়েছে অন্তত ৩০ মিলিয়নের বেশি।

এ ছাড়াও এবার চিনি-২ ছবির একটি গান বাঙালির বেশ পছন্দ হয়েছে। মজার ব্যাপার ‘তুমি জানতেই পার না’ গানটিও গাওয়া বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম শাকিবের। 
বছরের শুরুতে চেঙ্গিজ ছবিতে অরিজিৎ সিংয়ের গাওয়া ‘এভাবে কে ডাকে’ গানটিও বেশ ভালই চলেছে। সেই গানের সুর দিয়েছেন কৌশিক-গুড্ডু।

বিবাহ বিভ্রাটের অরিজিৎ সিংয়ের গাওয়া ‘জিয়া তুই ছাড়া’ গানটিও সুপারহিট। ওই গানটিতে সুর দিয়েছেন রনজয় ভট্টাচার্য।

তবে সেরার সেরা হয়ে রইল নিঠুর মনোহর— “যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরানের খবর”।


ভিডিও স্টোরি