Latest News

Bengali Serials TRP: ‘ধুলোকণা’র রেকর্ড পতন টিআরপি-তে, বাংলা ধারাবাহিকে কে কত নম্বর পেল

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি মধ্যবিত্ত বাড়িতে সন্ধেবেলা মানেই সিরিয়াল (Bengali Serials TRP)। টিভির সামনে পছন্দের চ্যানেল চালিয়ে বসে পড়েন মা-ঠাকুমারা। কখনও কখনও বাবা-কাকারাও সামিল হন সেই ধারাবাহিকের আড্ডায়। তবে গত কয়েকবছর ধরে ছবিটা বদলে যায় কেবল আইপিএলের সময়। আইপিএল চলাকালীন অনেক বাড়িতেই সিরিয়ালের জায়গা হয় না। রিমোট দখলে রাখেন বাড়ির ক্রিকেটপ্রেমীরা। অনেকেই বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে বাংলা সিরিয়াল গুলোর টিআরপি-র পতনের অন্যতম কারণ এই আইপিএল।

আরও পড়ুন: বর্ধমানে হইহই করে হয়েছিল ‘মিষ্টি হাব’, এখন দোকানই খুলতে চাইছেন না ব্যবসায়ীরা

শীর্ষে থাকা বাংলা সিরিয়ালের টিআরপি (Bengali Serials TRP) এখন ৭.৫, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। এ সপ্তাহে শীর্ষে রয়েছে ‘গাঁটছড়া’ (Gantchora)। অনেকদিন পর টিআরপি-র তালিকায় আবার প্রথম স্থানে ফিরে এসেছে এই ধারাবাহিক। তবে টিআরপি-তে রেকর্ড পতন হয়েছে ‘ধুলোকণা’র (Dhulokona)। গত দু’সপ্তাহ ধরে এই সিরিয়ালটি শীর্ষে ছিল। এখন এক ধাক্কায় নেমে গেছে তিন নম্বরে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর এখন ৭.১।

এছাড়া ৭.৩ টিআরপি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘মিঠাই’ (Mithai)। চতুর্থ ও পঞ্চম স্থান এ সপ্তাহে দখল করেছে ‘গৌরী এল’ এবং ‘আলতা ফড়িং’। এক নজরে দেখে নিন চলতি সপ্তাহের বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা-

  • গাঁটছড়া (৭.৫)
  • মিঠাই (৭.৩)
  • ধুলোকণা (৭.১)
  • গৌরী এল (৭.০)
  • আলতা ফড়িং (৬.৭)
  • উমা এবং লক্ষ্মী কাকিমা সুপারস্টার যৌথভাবে (৬.৪)
  • মন ফাগুন (৬.১)
  • অনুরাগের ছোঁয়া (৬.০)
  • লালকুঠি (৫.৮)
  • পিলু এবং আয় তবে সহচরী যৌথভাবে (৫.৭)

You might also like