শেষ আপডেট: 7th January 2025 16:12
ইতিহাস গড়ল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘পুতুল’। অস্কারের (Oscar) দৌড়ে প্রথম বাংলা ছবি (Bengali Cinema)! ইতিমধ্যেই 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস' কর্তৃপক্ষের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে 'পুতুল' (Putul Movie) ছবির নাম রয়েছে। অস্কারে 'বেস্ট পিকচার' নমিনেশনে এই প্রথম কোনও বাংলা ছবি স্থান পেল।
মোট ৩২৩ টি ছবি অ্যাকাডেমি পুরষ্কারকে যোগ্যের তালিকায় রাখা হয়েছে। তবে 'বেস্ট পিকচার' বিভাগে স্থান পেয়েছে ২০৭ টি ছবি। তার মধ্যে 'পুতুল' অন্যতম। প্রসঙ্গত, ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’ অস্কার নমিনেশনে ঠাঁই পেয়েছিল। যদিও পরে দৌড়ে টিকে থাকতে পারেনি। তবে সকাল সকাল আবারও একটি সুখবর পেয়ে রীতিমতো আত্মহারা ছবির পরিচালক।
দ্য ওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি বুঝে উঠতে পারছি না, ঠিক কী বলব, এটুকু বলতে চাই, এটা বাংলা ছবির জয়! 'পুতুল' ছবির সঙ্গে যুক্ত যে সকল কর্মীরা জুড়ে রয়েছেন, তাঁদের সবার জয়'। জানা যাচ্ছে, আগামী ৮ জানুয়ারি থেকে অস্কারের দ্বিতীয় এবং অন্তিম নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ১২ তারিখের মধ্যে।