শেষ আপডেট: 24th January 2024 15:57
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেল নতুন বাংলা ছবি 'পারিয়া'-র ট্রেলার। পথ কুকুরদের নিয়ে তৈরি এই সিনেমাটির টিজার ইতিমধ্যেই সাড়া ফেলেছে পশুপ্রেমীদের মধ্যে। ছবির গল্প কেমন হবে তা নিয়ে আগের থেকেই সবার মধ্যে উন্মাদনা ছিল। ছবির ট্রেলার লঞ্চের পর অপেক্ষার অবসান হল।
ট্রেলার লঞ্চে সমস্ত কলাকুশলীরা তো ছিলেনই, সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা জিৎ। ওনার হাত দিয়েই হল এই ট্রেলার লঞ্চ। উনি আসায় তারকাখচিত সন্ধ্যা যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। একইসঙ্গে অভিনেতা শান্তির বার্তা দেন। বলেন, যুদ্ধ শুধু সিনেমার পর্দাতেই ভালো, আসল জীবনে না। ঠিক যেমন দেখানো হয়েছে পারিয়ার ট্রেলারে। সেখানে দেখা যাচ্ছে রাস্তার কুকুরদের অত্যাচারের হাত থেকে বাঁচাতে লড়াই করছে বিক্রম।
সোশ্যাল মিডিয়া খুললে এখন প্রায়শই দেখা যায় কুকুরদের মেরে ফেলার নৃশংস ভিডিও। সে ভিডিও দেখে অনেকেই চোখের জল ফেলেন, কিন্তু সক্রিয়ভাবে এই অসুস্থতা রোধ করতে এগিয়ে আসেন না। কিন্তু তাদের মসিহা হয়ে এগিয়ে আসতে দেখা যায় বিক্রমকে। তথাগত মুখার্জির ‘পারিয়া’-র গল্প এই নিয়েই।
মূল চরিত্রে রয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। এছাড়াও আছেন সৌম্য মুখার্জি, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য, লোকনাথ দে, অঙ্গনা রায় প্রমুখ। ট্রেলারে প্রত্যেককেই দেখে অন্যরকম লাগে। তবে সবথেকে আলাদা লাগে সৌম্য মুখার্জিকে। একদম আলাদা ধরনের চরিত্র ও সাজে দেখা মিলবে 'প্রেমটেম'-এর অভিনেতার।
আগামী ৯ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'পারিয়া'। বিক্রমকে অ্যাংরি ইয়াং ম্যান রূপ দেখে অবাক দর্শকেরা। সাধারণত নম্র ভদ্র চরিত্রেই ওনাকে অভিনয় করতে দেখা গেছে। উনি নিজেও বলেন, পারিয়া’-র এই চরিত্রটি ওনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং। কারণ এর জন্য উনি দু মাস ধরে মার্শাল আর্টের তালিম নেন। উনি নিজেও এই সিনেমাটির জন্য খুব উত্তেজিত, একইসঙ্গে কিছুটা নার্ভাসও। জিৎ নিজেও বিক্রমকে এই ছবির অ্যাকশন দৃশ্যের জন্য টিপস দেন বলে জানান। ছবিটা দর্শকদের কেমন লাগবে সেটা দেখার অপেক্ষাতেই রয়েছে ‘পারিয়া’র গোটা টিম।