সময় চলে যায় কুড়ি কুড়ি বছরের পর। এ ক্ষেত্রে সময়ের সংখ্যা ৯ বছর। পাওয়া-না পাওয়া, মান-অভিমানের দ্বন্দ্ব ঘুছিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে রানা সরকার ও দেব ভেঞ্চারস প্রযোজিত সেই প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'।
শেষ আপডেট: 23 May 2025 00:00
নিছকই কাকতালীয়, নাকি ম্যানিফেস্টেশন! নামের মধ্যেই কি লুকিয়ে ছিল ইঙ্গিত? 'ধূমকেতু'-- সচরাচর দেখা মেলে না তার। সৌরজগতের অভ্যন্তরীণ অংশে আবির্ভূত হওয়া এই আশ্চর্য বস্তুটি অনেকাংশে 'মারা' পড়ে বেঘোরে। এই আশঙ্কাতেই যখন দুরুদুরু মন, ঠিক তখনই এল এক খবর। 'ধূমকেতু' আসছে! না, হ্যালির নয়! বরং এ ধূমকেতু দেব-শুভশ্রীর, রানা সরকারের বা কৌশিক গঙ্গোপাধ্যায়।
সময় চলে যায় কুড়ি কুড়ি বছরের পর। এ ক্ষেত্রে সময়ের সংখ্যা ৯ বছর। পাওয়া-না পাওয়া, মান-অভিমানের দ্বন্দ্ব ঘুছিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে রানা সরকার ও দেব ভেঞ্চারস প্রযোজিত সেই প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। যে ছবি একটা প্রজন্মের কাছে শুধু ছবি নয়, ইমোশনে ঘেরা এক অ্যাড্রিনালিন রাস। যে ছবি ভাঙা সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার দলিল। যে ছবি দেবের 'অভিনেতা' তকমা পাওয়ার প্রথম পদক্ষেপ।
দ্য ওয়াল আপনাকে এক্সক্লুসিভলি জানাচ্ছে, এই অগস্টের মাঝামাঝিই অবশেষে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা। সূত্রের খবর, সব ঠিক থাকলে কাল অর্থাৎ শুক্রবার রানা সরকার প্রযোজিত ছবি 'অঙ্ক কি কঠিন'-এর মঞ্চ থেকেই হবে আনুষ্ঠানিক ঘোষণা। হাজির থাকার কথা দেব-শুভশ্রীরও।
'ধূমকেতু' নিয়ে অতীতে জল গড়িয়েছে অনেক! হ্যাঁ-না -এর দ্বন্দ্বে মন ভেঙেছে 'দেশু' জুটির। তবে আশায় বাঁচেন সকলেই। তাই ৯ বছর কেটে গেলেও মানুষের মনে ছবিটিকে ঘিরে উন্মাদনা কিন্তু কমেনি। অবশেষে কাউন্টডাউন শুরু। অগস্ট মোটেও দূরে নয়!