শেষ আপডেট: 5 April 2023 05:19
দ্য ওয়াল ব্যুরো: প্রেম হোক বা না হোক, সুদর্শন যুবককে দেখে 'ক্রাশ' (crush) খাওয়ার ক্ষেত্রে কখনোই পিছিয়ে থাকে না বাঙালি মেয়েরা (girls)। পাশাপাশি, প্রিয় মানুষটিকে 'দাদা' ডাকলেও যে বঙ্গ তনয়ার মনে ভাললাগার রেশ বজায় থাকতে পারে তার প্রমাণ পাওয়া গেছে বহু ক্ষেত্রেই। সেই কারণেই পরিণীতা ছবির বাবাইদা হোক অথবা বিজ্ঞাপনের সুজয়দা, বারবার এই 'দাদা'রাই হয়ে উঠেছে বাঙালি মেয়েদের নয়নের মণি।
এবার আরও এক নতুন 'দাদা' মন কেড়েছে বাঙালি তরুণীদের। কিছু মাস আগে শুরু হওয়া ধারাবাহিক 'মেয়েবেলা'র নায়ক অর্পণ ঘোষাল (Arpan Ghoshal) ওরফে 'ডোডোদা' এবং তার সদ্য বিবাহিত স্ত্রী মৌয়ের রসায়নে মজেছেন দর্শকরা। ধারাবাহিকে মৌ ওরফে অভিনেতা স্বীকৃতি তাঁর স্বামীকে ডাকেন 'ডোডো দা' নামে।
সুদর্শন, সৌম্য, শান্ত নির্ঝর ওরফে ডোডো চরিত্রটি প্রথম থেকেই পছন্দ করেছেন বাঙালি তরুণীরা। অভিনেতা অর্পণ ঘোষালের অভিনয়ের গুণে এই পছন্দ ভাললাগায় বদলে যেতে বেশি সময় লাগেনি। থিয়েটার শিল্পী অর্পণ এর আগেও অভিনয় করেছেন একাধিক ওয়েবসিরিজে এবং নাটকে। সম্প্রতি 'গভীর জলের মাছ' নামের একটি ওয়েবসিরিজেও অর্পণের অভিনীত চরিত্রটি প্রশংসা কুড়িয়েছিল দর্শকের। তবে, ডোডো চরিত্রটি তাঁকে পৌঁছে দিয়েছে সকলের মনের মণিকোঠায়।
ফেসবুকে অর্পণের প্রোফাইলে চোখ রাখলেই দেখা যাচ্ছে তাঁর একাধিক পুরনো ছবিতে নিজেদের মনের কথা ব্যক্ত করছেন তরুণীরা। পাশাপাশি, অভিনেতার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। আচমকা দর্শকের এই ভালবাসাও যথেষ্ট উপভোগ করছেন অর্পণ তা স্পষ্ট হচ্ছে অভিনেতার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।
নিজের বাড়িকে বানিয়ে ফেললেন রেস্তোরাঁ! রানা দাগ্গুবাতি এবং ভেঙ্কটেশ-কন্যার ডাউন মেমোরি লেন