শেষ আপডেট: 1st October 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো: রাজ চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক! মঙ্গলবার দুপুর সারে ১২টা নাগাত পাল্টে গেল পরিচালক তথা বিধায়কের প্রফাইল অফিশিয়াল অ্যাকাউন্ট। বদলে গেল নাম। তারই কিছুক্ষণের মধ্যে উড়িয়ে দেওয়া হল ফেসবুক প্রোফাইল পিকচারও। তবে এসব টের পাওয়ার পরের মুহূর্তেই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয় সেই প্রফাইল।
তবে ততক্ষণে পাল্টে ফেলা হয়েছে ছবি। বাবলির পোস্টার দিয়ে তৈরি ফেসবুক কভারটা কিছুক্ষণের জন্য থাকলেও পরে সরিয়ে দেওয়া হয়েছে কভার পিকচার। সেই স্ক্রিনশট দ্রুত বেগে ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। আসল কারণ কী? হঠাৎ কেন এমন হল?
এসব প্রশ্ন নিয়ে দ্য ওয়ালের তরফে রাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেই কোনও উত্তর মেলেনি। হ্যাক নাকি অন্য কোনও সমস্যা তা এখনই বোঝা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের তরফেও এখনও কিছু জানানো হয়নি। ফলে কী কারণে এমন সমস্যা দেখা দিল, তা স্পষ্ট নয়।
রাজের প্রোফাইল ইতিমধ্যেই প্রাইভেট করে দেওয়া হয়েছে। ফেসবুকে প্রোফাইলটি বর্তমানে দেখা যাচ্ছে না। এবিষয়ে মুখ খোলেননি পরিচালক। তবে এর আগেও ২০২০ সালে রাজের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়া হয়েছিল। তাই এই সমস্যা প্রথম নয়।