শেষ আপডেট: 31st October 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো: দুধ না খেলে যে ভাল ছেলে হবে না, এ সারসত্য নয়ের দশকের ছেলেমেয়েদের খুব করে শিখিয়ে দিয়েছিল সে। তাদের কিশোরবেলায় বড় যত্নে ভাসিয়েছিল 'আদরের নৌকো'। আর তাদেরই প্রেমভাঙা ঘুম না আসার রাতে পথ দেখিয়েছিল কোন এক 'ভিনদেশি তারা'!
সে আর কেউ নয়, ‘চন্দ্রবিন্দু’। বাংলা ব্যান্ডের প্রথম সারির তারকা। বলা যায়, উপল-অনিন্দ্যদের ‘চন্দ্রবিন্দু’ ছাড়া বাংলা গানের ব্যাঞ্জনবর্ণ অসম্পূর্ণ। তাদের গান আজও বহু তরুণ-তরুণীর আবেগের সাথী। শব্দের নতুনত্বে, সুরের আবেশে, তাদের গান আজও দুলিয়ে দেয় হৃদয়। তবে এসবেই ভাটা পড়েছিল গত ১২ বছর। সেই ২০১২ সালের পরে আর নতুন অ্যালবাম আসেনি তাদের। এবার আসবে। বছরের শেষে নিজেদের দশম অ্যালবাম বার করছে চন্দ্রবিন্দু। নাম, 'টালোবাসা'।
এ অ্যালবাম কিন্তু কেবল অনলাইন মাধ্যমগুলিতে শোনা যাবে না, হাতে দেখে, গন্ধ শুঁকে, কিনে আনা যাবে বাড়িতে। রেকর্ড প্লেয়ারে বাজিয়ে শোনা যাবে প্রিয় গান। ব্যান্ডের সদস্য উপল সেনগুপ্তর ফেসবুক পোস্টে জানা গেছে, লিমিটেড এডিশনে মোট ৩৫০টি রেকর্ড প্রকাশ করা হবে ব্যান্ডের তরফে। পাশাপাশি স্পর্টিফাই,আইটিউনসের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে বা ইউটিউবেও শোনা যাবে গানগুলি।
উপল বুধবার রাতে ফেসবুকে লেখেন, 'একটা বয়স ছিল যখন বছর বছর আমাদের অ্যালবাম বেরত। আমদের দুচোখ জুড়ে স্বপ্ন ছিল , একদিন দশখানা অরিজিনাল অ্যালবাম বার হবে আমাদের।প্রথম ক্যাসেট বেরিয়েছিল ১৯৯৭ এ।তার ২৭ বছর পর চন্দ্রবিন্দু সত্যিই দশম অ্যালবাম বার করতে পারল।'
এর পরে তিনি লেখেন, 'একটা ব্যাপারে ধন্দে পড়েছিলাম আমরা। এমন অ্যালবাম বেরবে সে শুধুই আইটিউনস আর স্পর্টিফাই’তে শোনা যাবে!! হাতে নেওয়া যাবে না, গন্ধ শোঁকা যাবে না নতুন গানের? বুদ্ধি বাতলাল উপল। রেকর্ড বার করি চল। ...এমন সাধু প্রস্তাবে সবাই একজোট হয়েছি, বন্ধুরা এগিয়ে এসেছে নানান দেশ-মহাদেশ থেকে… চন্দ্রবিন্দুর ১০ নম্বর অ্যালবাম শেষমেশ মুক্তি পাচ্ছে নতুন এক চেহারায়।'
সবশেষে তাঁর কথায়, 'ক্যাসেট থেকে রেকর্ডে হাঁটার দীর্ঘ পথচলাগুলো খুব উত্তাল ও উত্তাপময় ছিল এক অপার আনন্দ সরণী বেয়ে। এতগুলো বছর ধরে আপনাদের প্রশ্রয়-টশ্রয়, ভালবাসা-টালবাসা ছিল বলেই না আরও কিছু নতুন গান ফুটে উঠল। নতুন অ্যালবামের নাম — টালবাসা।'
উপলের এই পোস্টে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। অনেকে আক্ষেপও প্রকাশ করেছেন, কারণ রেকর্ড প্লেয়ারই নেই অনেকের বাড়িতে। তাঁদের জন্য অবশ্য অনলাইনে শোনার বিকল্প থাকছেই!