শেষ আপডেট: 26th January 2025 17:21
দ্য ওয়াল ব্যুরো: মাঘ মাস পড়তেই চুপিসারে বিয়ে সারলেন অভিনেতা জয় মুখোপাধ্যায়। আগে থেকে জানতে পারেনি কাকপক্ষী। তবে শনিবার রাতেই আচমকাই বরবেশ সামনে আসে জয়ের ছবি। পাত্রীর নাম অলিভিয়া ভট্টাচার্য। অলিভিয়া কিন্তু অভিনয় জগতের কেউ নন।
পশ্চিম মেদিনীপুর সদর আদলতের প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট তিনি। আদপে বারাসাতের মেয়ে অলিভিয়া ছোটবেলায় পড়াশোনা করেছেন ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুল থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি বেছে নেন বর্ধমান বিশ্ববিদ্যালয়।
হিরো হতেই টলিউডে পা রেখেছিলেন জয়। ২০০৯ সালে 'লক্ষ্যভেদ' ছবির মধ্যে দিয়েই ডেবিউ হয় জয়ের। এর পর 'অস্ত্র', 'টার্গেট' সহ বেশ কিছু ছবিতে দেখা যায় তাঁকে।
শুরুটা ভাল হলেও জয়ের টলিউড জার্নি খুব একটা সুখের নয়। ছবির সুবাদের রাজনীতিবিদ-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল জয়ের। তবে তিক্ত ভাবে শেষ হয় তাঁদের সম্পর্ক। জয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন সায়ন্তিকা। রাস্তায় সায়ন্তিকাকে মারধরেরও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয়।। অভিযোগ রয়েছে আরও।
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে শুটিং ফ্লোরে চড় মারারও অভিযোগ ওঠে জয়ের বিরুদ্ধে। ফলস্বরূপ ‘জিয়নকাঠি’ ধারাবাহিক থেকে বাদ পড়েছিলেন। ব্যান করা হয়েছিল তাঁকে দীর্ঘসময়। পরে যদিও সেই ব্যান উঠেও যায়। এই মুহূর্তে টলিউডে খানিক কমই দেখা যায় জয়কে। সিসিএল অর্থাৎ সেলেব্রিটি প্রিমিয়র লিগে কলকাতার হয়ে খেলেন তিনি।