শেষ আপডেট: 15th April 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক বিবেক অগ্নিহোত্রী (vivek agnihotri), পয়লা বৈশাখের শুভদিনে বাংলা ও দেশের যুবসমাজের উদ্দেশে বার্তা দিলেন। নিজের আসন্ন ছবি ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর সেট থেকে কিছু BTS (Behind The Scenes) ছবি শেয়ার করে তিনি বললেন, ‘বাংলা কখনও যেন কাশ্মীর না হয়ে যায়।’
'দ্য তাশখন্দ ফাইলস', 'দ্য কাশ্মীর ফাইলস', এবং 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর পর এবার বিবেক আনতে চলেছেন ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। পয়লা বৈশাখের সকালে তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন— ‘এই পয়লা বৈশাখে মা কালীকে প্রণাম জানাই এবং প্রার্থনা করি যেন বাংলায় শান্তি ও সম্প্রীতি ফিরে আসে। আমি বাংলার যুবসমাজকে আহ্বান জানাই—সাহস ও প্রজ্ঞার সঙ্গে উঠে দাঁড়াও, নেতৃত্ব দাও ভারতীয় পুনর্জাগরণে। বাংলা যেন কখনও কাশ্মীর না হয়ে যায়। শুভ নববর্ষ। জয় মা কালী। জয় হিন্দ।’ ছবি সৌজন্যে: দ্য দিল্লি ফাইলস: বেঙ্গল চ্যাপ্টার-এর সেট’ ছবির পরিচালনা করছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী স্বয়ং, এবং প্রযোজনায় রয়েছেন অভিষেক আগরওয়াল ও পল্লবী জোশী। ছবিটি উপস্থাপিত হচ্ছে তেজ নারায়ণ আগরওয়াল এবং আই অ্যাম বুদ্ধা প্রোডাকশনস-এর পক্ষ থেকে।
বর্তমানে ওয়াকফ বিল নিয়ে উত্তাল মুর্শিদাবাদ। পথে নেমেছেন সংখ্যালঘু সমাজের বহু মানুষ। সেই উত্তেজনার আঁচ লেগেছে মালদহ, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনাতেও। গত কয়েকদিনে মুর্শিদাবাদের পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে মৃত্যু হয়েছে অন্তত তিনজনের, মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। এমন উত্তপ্ত পরিস্থিতির জেরে, বাধ্য হয়ে তাঁর আগামী সিনেমা ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর শ্যুটিং আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী।
গত বেশ কিছুদিন ধরে মুর্শিদাবাদে চলছিল ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ শুটিং। কিন্তু বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে পর্যাপ্ত প্রশাসনিক সহায়তা না থাকলে শ্যুটিং সম্ভব নয় বলেই জানিয়েছেন পরিচালক। ১৩ এপ্রিল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিবেক তুলে ধরেছেন তাঁর উদ্বেগ।
সেই পোস্টে তিনি (vivek agnihotri) লেখেন—‘বাংলার বর্তমান পরিস্থিতি দেখে আতঙ্কিত। এটা তো বাংলার মতো মনে হচ্ছে না, বরং যেন নব্বইয়ের দশকের কাশ্মীর ফিরে এসেছে। বাংলা কি সত্যিই চৈতন্য, বিবেকানন্দ, নেতাজি, রবি ঠাকুরদের নবজাগরণের ভূমি? না কি তা এখন অন্য পথে হাঁটছে?’
তিনি আরও দাবি করেন, বাংলার জনসংখ্যার গঠনে যে দ্রুত পরিবর্তন হচ্ছে, তা যথেষ্ট বিপদজনক ও চিন্তার বিষয়। এই প্রবণতা রুখে না দিলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কাশ্মীরের মতো হয়ে যেতে পারে বলেই আশঙ্কা তাঁর। মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনার কিছু ভিডিও-ও শেয়ার করেছেন তিনি। সেখানে অগ্নিসংযোগ, প্রতিবাদ এবং সহিংসতার চিত্র উঠে এসেছে।
পরিস্থিতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিবেক বলেন—‘এই পরিস্থিতিতে কাজ করা প্রায় অসম্ভব। প্রশাসনের সাহায্য ছাড়া মুর্শিদাবাদে শ্যুটিং চালানো যাবে না। হয়তো আগামী দিনে মুম্বইয়ে সেট তৈরি করে বাকি শ্যুটিং শেষ করতে হবে।’
উল্লেখযোগ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর থেকেই বিবেক অগ্নিহোত্রী পরিচিত তাঁর সরব ও স্পষ্ট বক্তব্যের জন্য। তাঁর ছবির বিষয়বস্তু যেমন সাহসী, তেমনই বিতর্কিতও। তাই মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতি নিয়েও তিনি যে মুখ খুলবেন, তা অনেকেই অনুমান করেছিলেন। অন্যদিকে‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার-এর গল্প ও বার্তা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল ও আলোচনার ঝড় তুলেছে। এখন দেখার, ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিনেমার ভবিষ্যৎ কীভাবে গড়ে ওঠে।