Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থানইজরায়েলের গর্বের 'আয়রন ডোম' ব্যর্থ! তেল আভিভের কেন্দ্রে পাল্টা মিসাইল হামলা ইরানের ওয়েট ট্রেনিং না কার্ডিও, কোনটা আগে করলে দ্রুত কমবে ওজন, জানাচ্ছে গবেষণাশেষ হল ইন্ডিয়ান ওয়েল সামার টেবল টেনিস কোচিং ক্যাম্পরাঁচিতে ধোনির স্বপ্নের বাড়ি ‘কৈলাসপতি’, ওখানেই থাকছেন স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়ে
Baul Singer Parvathy Baul

'১৪ ঘণ্টা আটকে রেখেছিল, ৭-৮ ঘণ্টা জল পর্যন্ত দেয়নি,' আমেরিকায় হেনস্থার শিকার পার্বতী বাউল

বাউলসঙ্গীত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রতি বছরই দেশ ছেড়ে বিদেশ যাত্রা করেন পার্বতী বাউল। সঙ্গীতই তাঁর সাধনা, তাঁর পথচলা।

'১৪ ঘণ্টা আটকে রেখেছিল, ৭-৮ ঘণ্টা জল পর্যন্ত দেয়নি,' আমেরিকায় হেনস্থার শিকার পার্বতী বাউল

পার্বতী বাউল

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 22 May 2025 18:13

দ্য ওয়াল ব্যুরো: বাউলসঙ্গীত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রতি বছরই দেশ ছেড়ে বিদেশ যাত্রা করেন পার্বতী বাউল। সঙ্গীতই তাঁর সাধনা, তাঁর পথচলা। সেই সাধনাই এবার থমকে গেল আমেরিকার মাটিতে। সান ফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে চরম অপমানের শিকার হলেন এই খ্যাতনামা বাউলশিল্পী। রবিবার, ১৮ মে কনসার্টে গাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি পার্বতীকে। দেশে ফিরিয়ে পাঠানো হয়েছে তাঁকে এবং পাঁচ বছরের জন্য মার্কিন মুলুকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানালেন নিজেই।

সোশ্যাল মিডিয়ায় এক খোলা চিঠির মাধ্যমে পার্বতী জানালেন, ঠিক কী ঘটেছিল। লিখেছেন, “জর্জ ব্রুকসের সঙ্গে আমাদের সান ফ্রান্সিসকোর অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। কারণ আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।” তবে শিল্পীর মন ভাঙেনি। তিনি জানান, যাঁরা সেই সঙ্গীতানুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের হতাশ না করে ভার্চুয়াল মাধ্যমে তাঁদের সঙ্গে দেখা করবেন তিনি।

চিঠিতে পার্বতী বাউল জানিয়েছেন, অনুষ্ঠানটি এখন হবে ভার্চুয়ালি, ১৯ মে সোমবার, সকাল ৮:৩০ টায় (ভারতীয় সময় রাত সাড়ে আটটা)। সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি হবে সম্পূর্ণ বিনামূল্যে। অংশ নিতে চাইলে নির্দিষ্ট ইমেল আইডিতে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

এই ঘটনার প্রসঙ্গে শিল্পী বলেন, এত বছর ধরে আমেরিকায় গিয়ে কখনওই এমন অভিজ্ঞতার সম্মুখীন হননি তিনি। বর্ডার পার হওয়ার সময় কখনও অসুবিধা হয়নি। বরং আগের অভিজ্ঞতাগুলি সবই ছিল সুন্দর ও সম্মানজনক। তাই এই আচমকা নিষেধাজ্ঞা ও অপমান তাঁর কাছে বিস্ময়কর ও বেদনার।

 তবে আমেরিকায় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভারতীয় শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা নতুন নয়। ২০২৩ সালে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন পদ্মভূষণপ্রাপ্ত সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী ও সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী। সেই সময়ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁরা।
 


ভিডিও স্টোরি