শেষ আপডেট: 25th January 2021 09:34
দ্য ওয়াল ব্যুরো: এ যেন সত্যিকারের রূপকথার গল্পের কোনও দৃশ্য। নব দম্পতির মুখে লাজুক হাসি। হাতে হাত রেখে বসে আছেন বিয়ের পিঁড়িতে। চতুর্দিক থেকে সাদা গোলাপ ফুলের বৃষ্টি। দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি দেখে বরুণ-নাতাশার মতো আনন্দে উৎফুল্ল নেটিজেনরা। গতকাল বলিউডের 'চকলেট বয়' বরুণ ধাওয়ান, দীর্ঘদিনের বান্ধবী ও ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন। বেজায় খুশি বরুণ। তাঁর মুখের হাসিই জানান দিচ্ছে সেকথা। দু'জনের পরনে সাদার উপরে রুপোলি জরির কাজ করা পোশাক। নাতাশার গায়ে শুধু দামি হিরের নজরকাড়া গয়না। দু'জনের গলায় সাদা গোলাপের মালা। তাঁদের এই অনন্যসাধারণ সাজের ছবি থেকে চোখ ফেরাতে পারছেন না কেউ।