বারাক ওবামা
শেষ আপডেট: 21st December 2024 14:07
দ্য ওয়াল ব্যুরো: ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ইতিমধ্যেই পুরস্কৃত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। গোল্ডেন গ্লোবের সেরা পরিচালকের তালিকায় নাম রয়েছে ছবির পরিচালক পায়েল কাপাডিয়ারও। এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বছরের সেরা সিনেমার তালিকায় একেবারে শীর্ষে রয়েছে এই ছবি।
ফিল্ম সমালোচকদের কাছে এই ভারতীয় ছবি এক মাইলফলক। তবুও পায়েলের ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ভারতের তরফ থেকে অস্কারে না পাঠানোয় চর্চা চলছেই। তবে অস্কার না পাওয়া নিয়ে বিন্দুমাত্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি কান জয়ী ছবির পরিচালককে।
এদিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর দেখা প্রিয় ১০টি সিনেমার তালিকা প্রকাশ করে প্রথমেই রেখেছেন 'অল উই ইম্যাজিন অ্যাজ লাইট'কে। তারপরে রয়েছে 'কনক্লেভ', 'দ্য পিয়ানো লেসন', 'দ্য প্রমিস ল্যান্ড', 'দ্য সিড অফ দ্য সেকরেড ফিগ', 'ডুন', 'আনোরা', 'দিদি', 'সুগারকেন', 'আ কমপ্লিট আননোন'।
পায়েল কাপাডিয়ার এই সিনেমার বিষয়বস্তু কী?
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এ তিনজন মহিলার গল্প দেখানো হয়েছে। অভিনয় করেছেন অভিনেত্রী কানি কুসরতি, দিব্যা প্রভা এবং ছায়া কদম। এদের মধ্যে দুজন নার্স। দৈনন্দিন জীবনের ব্যস্ততায় হাঁপিয়ে উঠে রোড ট্রিপে বেরিয়ে পড়েন তাঁরা। তারপরে রয়েছে একের পর এক ঘটনা।