শেষ আপডেট: 18th March 2025 17:52
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিখ্যাত সারমেয় সন্টু কয়েকদিন আগেই সবাইকে ছেড়ে চলে গিয়েছে। মাত্র আট বছর বয়সে, ২ মার্চ, রবিবার রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সে। একসময় যার ফুরফুরে মেজাজ ছিল সকলের মুখের হাসির কারণ, সেই সন্টুর হঠাৎ চলে যাওয়া ভক্তদের মন ভেঙে দিয়েছে। পায়ের চোট নিয়ে দীর্ঘদিন ভুগছিল সে, শেষ পর্যন্ত আর লড়াই চালিয়ে যেতে পারল না।
তবে এই শোকের মুহূর্তেও একটু আনন্দের স্মৃতি তুলে ধরলেন সন্টুর প্রিয় তনুশ্রী, যে তাকে ‘বদ ময়না’ বলে ডাকতেন। বিদায়ের আগে সন্টুর শেষ গান গাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, তনুশ্রী মজার ছলে সন্টুকে গান গাইতে বলেন— "অনেক দিন তোমার গান শোনা হয়নি, গান শোনাবে?" কিন্তু সন্টু উদাসীন থাকায় তিনি আবার বলেন, "গান গাওয়ার কথা বললেই এত দাম বেড়ে যায় কেন তোমার?" তারপরই অনুপম রায় ও ইমন চক্রবর্তীর জনপ্রিয় গান ‘তুমি যাকে ভালবাসো’ গাইতে শুরু করেন তনুশ্রী, আর তাঁর সঙ্গে তাল মিলিয়ে গলা মেলায় সন্টু! সেই দৃশ্য দেখে কারও মুখে হাসি ফুটলেও, এখন সেই স্মৃতিই কেবল রয়ে গিয়েছে।
এই গান গাওয়ার পেছনেও ছিল বিশেষ কারণ। তনুশ্রী জানিয়েছেন, আগামী ২২ ও ২৩ মার্চ কলকাতার নজরুল মঞ্চে ইমন চক্রবর্তীর বড় কনসার্ট রয়েছে। ইমন তাঁকে বলেছিলেন, যেন সন্টু তার ‘বেবিসদের’ জানিয়ে দেয় টিকিট কেটে শো দেখতে যেতে। তনুশ্রী লেখেন, "আমার মা পাখি তার ভাষায় শেষবারের মতো সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমার চাবি দেওয়া পুতুলটা তার বেবিসদের আর জানিয়ে যেতে পারল না… সব গান চিরতরে শেষ হয়ে গেল।"
সন্টুর এই শেষ স্মৃতিচারণ দেখে নেটিজেনরা আবেগে ভাসছেন। একজন লেখেন, "এত ভালবাসার পরও সন্টু, তুই কি সত্যিই চলে গেলি? সম্রাজ্ঞীর মতো সব উপেক্ষা করে বিদায় নিলি! কঠিন সময়, এই শূন্যতা মেনে নেওয়া যায় না।" আরেকজন নজরুল গীতির লাইন ধার করে লেখেন, "শূন্য এ বুকে মা পাখি মোর, ফিরে আয় ফিরে আয়।" সন্টুর আর ফেরা হবে না, কিন্তু তার স্মৃতি আজও ভক্তদের মনে অমলিন।